Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।
প্রিয়,
গা গান গান গান গান
তুই গান যেয়ে যা
ঠোঁটে তুলে নে কোন অমিত স্লোগান
এ পথ ধরে ধরে হেটে চল বহুদুর
পিছে পরে থাক সব চেনা অভিমান।
অই আকাশে আকাশে কত রঙ, রোদ হাসে
কত চেনা সুর ইশারায় ছুয়ে যায়।
অন্ধবধির এই মন থাকে পরবাসে
মুখরতা ডাকে সে ফিরে আসেনা।
ঘুম ঘুম ঘুম ঘুম চোখে চোখ বুজে রইয়
আগামীর গান থাকে স্রিতির ছায়ার।
গা গান গান গান গান
তুই গান যেয়ে যা।
অই মিছিলে মিছিলে ভাসে লাশ ভাসে
প্রান্তরে পরে থাকা প্রান্তিক মুখ
সব দেয়ালে দেয়ালে লেখা প্রতিবাদ গান
বুলেট রুখে দেয় মানুষের বুক
অই সূর্য শারতি পাখি গান যেয়ে যা
ঘুম চোখ জেগে ঊঠে ভোরের মায়ায়।
গা গান গান গান গান
তুই গান গেয়ে যা।
মানুষ, নাদান, নরাধ্ম, ছায়ার আলো, বিষাক্ত মানুষ, শিপন সহ প্রমুখ আপনারা গান ধরেন। মিছিলের গান, নতুন বিজয়ের গান, আগামীর গান।
আপনাদের সাফল্যতায় ক্ষুদ্র খোলাচিঠির সাধুবাদ জানবেন। অনেক অনেক অনেক অভিনন্দন আপনাদের আমাদের সামহোয়্যার কে ফিরিয়ে দেবার জন্যে। ভার্চুয়াল বাংলাদেশ নিরাপদ এখন। আপনাদের উদ্দেশ্যে আমার মিছিলের আহব্বান।
ইতি,
খোলাচিঠি
মাঘ ৩রা, ১৪১৪
ভার্চুয়াল বাংলা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।