আমাদের কথা খুঁজে নিন

   

'ক্ষ' ব্যান্ডের রবীন্দ্রসঙ্গীত

স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই । "ক্ষ" ব্যান্ডের 'আমার সোনার বাংলা ' রবীন্দ্রসঙ্গিতের স্ট্যাটাসে বিকাল থাইকাই ফেসবুকে আমার হোম পেজ আচ্ছন্ন । ব্লগেও দেখলাম অনেকেই এই বিষয়ে পোস্ট দিছেন । অনেকে মুখে বলতেছে যে এই রবীন্দ্রসঙ্গীত খুব ভাল হয়েছে , আবার পরক্ষণেই বলতেছে 'ক্ষ' ব্যান্ডের জাতীয় সঙ্গীত বেশ ভাল হয়েছে । অনেকে বলতেছেন , ক্ষ ব্যান্ডের 'আমার সোনার বাংলা' নাকি আবেগ দিয়ে গাওয়া হয় নাই ইত্যাদি ইত্যাদি । আর অনেকে বলতেছে অস্কার জয়ী এ,আর , রহমান ভারতের জাতীয় সঙ্গীতের রিমিক্স প্রকাশ করতে পারলে 'ক্ষ' ব্যান্ড কি দোষ করছে । আবার অনেক চুশিল ইহাও বলছেন যে , নতুন প্রজন্ম নতুন আবেগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইতেই পারে এতে দোষের কিছু নাই । কথা হইলো 'ক্ষ' ব্যান্ড রবিন্দ্রসঙ্গীত গাইছে , তাহলে এই রবীন্দ্রসঙ্গীত আমাগো জাতীয় সঙ্গীতের সাথে মিক্সিং খায় কেন । আর দুনিয়ায় এত রিমিক্স করার গান থাকতে , আমার সোনার বাংলা রিমিক্স প্রকাশ করছে কেন ??? আর , নতুন প্রজন্মের নতুন আবেগ দিয়া যদি জাতীয় সঙ্গীত গাইতে হয় তাইলে ওয়েট করেন । ভবিষ্যতে রেপ গানের মাধ্যমে নতুন প্রজন্ম আবেগ প্রকাশ করবো , "আমার সোনার বাংলা ,ইয়ো বেবি ইয়ো"(বিদ্র এই লাইনে শুধু রেপ গানের স্টাইল টা বুঝাতে চেয়েছি , কেউ ব্যাপারটা অন্যভাবে না নিলে খুশি হব )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।