এরই নাম বুমেরাং
ব্লগ হইলো আনন্দের জায়গা। আকর্ষণের জায়গা। এইখানে সুন্দর সুন্দর লেখা চাই। ফারজানা১৬ লিখেও ভালো। নিঃসন্দেহে তার লেখার হাত ভালো।
কিন্তু কথা হইলো- সে অন্যের লেখা সহ্য করতে পারে না। আমি একটা লেখা লিখছিলাম যুক্তির উপর ভিত্তি করেই। তা সে সইতে পারলো না। আমারে উল্টাপাল্টা মন্তব্য করলো।
আজকে তার ব্লগে ঢুকে মন্তব্য করতেই সে আমারে ব্লক করলো।
আপনারা কন চাই, হেতে কি কামডা ভালা করলো?
আমি বারবার কইরা কইছি, কথাডা আমার না। যুক্তিতে এইডা আসে। মহানবী (সা.) এইভাবে করছে। হেতে হুনতে রাজি না। তাইলে কি হেতে ইসলাম মানে না।
মহানবীরেও মানে না।
কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, তাকে ব্যান করা হোক। ব্যান করা হউক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।