আজব এক হীরক রাজার দেশ ! মুনির চৌধুরী, শহিদুল্লাহ কায়সার, ডঃ জি, সি দেব এর মতো মানুষদের হত্যাকারীদের বিচারের বিরুদ্ধে শ্লোগান দিলে তা দেশদ্রোহিতার শামিল হয় না। সংবিধানের 'মায়েরে বাপ' করে ফেললেও তা দেশদ্রোহিতা হয় না। প্রতিস্রুতির তুবড়ি ফুটিয়ে ক্ষমতায় এসে পদ্মা সেতুর উপর যখন পাঁচ বছর ধরে একটা বাঁশের সাঁকো ও তৈরি হয় না তখন সেটা দেশদ্রোহিতার সামিল হয় না। কোথাকার কোন 'ক্ষ' ব্যান্ড আমার সোনার বাংলা গাইল, আমার বয়সী পোলাপান যা শুনে বলাবলি করতে লাগলো; ''দোস্ত, আমাদের জাতীয় সঙ্গীতটা কত সুন্দর দেখছস...'' বুঝেছি... দেশদ্রোহিতার সংজ্ঞা বদলে গেছে। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে যখন ''আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'' কথা গুলো শুনলাম অজান্তে আমার চোখ ভিজে গেছে। কসম !! স্রদ্ধেয় মিতা হক, সাদি মোহাম্মদ, ''আমারও পরান ও যাহা চায়'' গাইতে গেলে সঙ্গীত শাস্ত্রের দরকার পরে। কিন্তু ''আমার সোনার বাংলা গাইতে লাগে দেশপ্রেম, লাগে টগবগে রক্ত ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।