আমাদের কথা খুঁজে নিন

   

ঝড়ো হাওয়া!

ইমরোজ

আমার বক্ষের পরে রক্ত দিয়ে, স্তব্ধ করে দেব রাজপথ, আমার খুলি দিয়ে বানাবো শহীদ মিনার, তবু জায়গা নেই তোদের রাজাকার। আমাকে মেরে ফেলো, আমি সিংহের গর্ভে জন্মে ফিরে আসবো, আমাকে অত্যাচার কর, আমি পাজরের হার দিয়ে যুদ্ধ করবো। আমি একলা পথের পথিক, আমি জীবন্ত অগ্নি, আমি মশাল জ্বালাব শরীর দিয়ে, রাস্তায় পড়ে কাব্যে, আমি গ্রন্থ দিয়ে পুরবো বাসরি গ্রন্থ দিয়ে জয়। সূর্যসেন তীতুমির, আর হারানো হারানো নাম, জন্মেছে বাঙ্গালি আবার দেখরে মূর্খের দল, তোদের মুখোমুখি দাড়িয়েই আছি আমরা অবিচল। (আমার সহ ব্লগারদের মুক্তি চাই, মুক্তি চাই মুক্তি চাই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।