আমাদের কথা খুঁজে নিন

   

ড. মুহম্মদ কুদরাত-ই-খুদা

ড. কুদরাত-ই-খুদা শুধু একজন বাংলাদেশি রসায়নবিদই ছিলেন না, তিনি গ্রন্থকার এবং শিক্ষাবিদ হিসেবেও সমধিক পরিচিত ছিলেন। তিনি ১৯০০ সালের ডিসেম্বর ১ পশ্চিমবঙ্গের বীরভূমের মারগ্রামে জন্মগ্রহণ করেন।

ড. কুদরাত-ই-খুদার শিক্ষাজীবন শুরু হয় মারগ্রাম এমই স্কুলে। ১৯১৮ সালে ম্যাট্রিক পাস করেন তিনি। তারপর তিনি ভর্তি হন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে।

সেখান থেকেই তিনি ১৯২৫ সালে রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএসসি পাস করেন। পাস করার পর তিনি উচ্চশিক্ষার উদ্দেশে ইংল্যান্ড পাড়ি জমান। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯২৯ সালে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৫২-৫৫ সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান এবং ১৯৫৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণাগারসমূহের পরিচালক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের জন্য যে শিক্ষা কমিশন গঠন করা হয়।

ড. কুদরাত-ই-খুদা তার সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন রিপোর্ট প্রণীত হয়। বিজ্ঞানী হিসেবে তার ও সহকর্মীদের ১৮টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে, যার মধ্যে ৯টি পাটসংক্রান্ত। ১৯৭২ সালের জুলাই ২৬ গঠিত 'জাতীয় শিক্ষা কমিশন' প্রণীত সুপারিশমালা। এই কমিশনের সভাপতি ছিলেন ড. কুদরাত-এ-খুদা।

তার নামানুসারে পরবর্তীকালে রিপোর্টটির নাম রাখা হয় 'ড. কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট'।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।