বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।
কতিপয় ব্লগার ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া ব্লগে দিনকয়েকের জন্য নিষিদ্ধ হইয়াছেন। যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের মধ্যে কয়েকজন ব্লগারকে ভাল ব্লগার বলিয়াই আমি জানিতাম। কিন্তু ইহারাও ব্লগ নীতিমালা ভঙ্গ করিয়া পোস্টের বন্যা বহাইয়া দিয়া প্রথম পৃষ্ঠা টিকে পাঠের অযোগ্য করিয়া দিয়াছিলেন।
এই ভদ্র ব্লগারদের এইরূপ অর্বাচীনের মত আচরণ করিয়া নিষিদ্ধ হওয়ায় তাহাদের জন্য দুঃখ প্রকাশ করিতেছি। আশা করি তাহার শীঘ্রই ফিরিয়া আসিবেন।
অন্য যাহারা নিষিদ্ধ হইয়াছেন তাহাদের জন্য কোনরূপ সহানুভূতি পোষণ করিনা, কারণ উহারা এই ব্লগ গৃহখানিতে মানব ভাষার বর্জ্য-নিক্ষেপ ব্যতীত আর কোন ভাল কিছু উপহার প্রদান করেন নাই। ইহাদের নিক্ষিপ্ত বর্জ্যের দূর্গন্ধে এই ব্লগ গৃহখানার পার্শ্ব অতিক্রম করণ নিতান্তই দূঃসাধ্য হইয়া উঠিয়াছিল।
ইহারা এই ব্লগে কখনো কোন গঠনমূলক আলোচনা করিতনা।
কেহ করিলেও তাহার বিরুদ্ধে ইহারা উঠিয়া-পড়িয়া লাগিয়া যাইত। ইহারা ব্লগে অন্যদের লেখার বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল লিখা ব্যতীত খুব কমই কোন মৌলিক লিখা প্রদান করিত। কিন্তু ঐ প্রতিক্রিয়াশীল লেখনী দ্বারাই উহারা প্রায়ই প্রথম্ পৃষ্ঠা দখল করিয়া রাখিত।
এখন ইহারা কলম বিরতিতে যাইবার আন্দোলন করিতেছেন। কিন্তু আমি কতিপয় আন্তরিক ও ভাল মানুষ ব্লগার ব্যতীত ইহাদের অন্যদিগকে কলম বিরতিতে অংশগ্রহন করিতে দেখিনাই।
ইহারা একের পর এক পোস্ট দিয়া যাইতেছে বয়কট ও বিরতিতে যাইবার জন্য। নিষিদ্ধ হইবার আগেও যেমন ইহারা ব্লগে ভাল কোন কিছু লিখিতনা, এখনও ইহারা ভালভাবে চুপচাপ কলম-বিরতি না চালাইয়া প্রথম-পৃষ্ঠে দখলএ রাখিবে। ইহারা বলিবে লগ-আউট থাকুন। কিন্তু ইহা বলিয়াই উহারা পোস্ট দিতে থাকিবে।
বিরতি কোথায়? সেই পূর্বের রূপেই ইহারা আছেন।
গালাগালিও কিন্তু ইহাদের অনেকে এখনও বন্ধ করে নাই।
আমি যাহা বুঝিতে পারিয়াছি তাহা হইল ইহারা এই ব্লগ গৃহখানিতে শান্তি আসিতে দিবেনা বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে, কারণ ইহারা ইহাদের শান্তির গৃহ অন্যস্থানে নির্মাণ করিয়াছে, যেই গৃহে "এলিট" লেখক ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।