আমাদের কথা খুঁজে নিন

   

সই করেছি, রক্তের নাম

ইমরোজ

তুমি সত্য আমি মিথ্যে ঝাঝালো চিৎকার ললাটে আগুন নেত্র, ধ্বংস হোক রাজাকার। সিংহ দুয়ার ভেঙ্গেছি আগুনের পথে হেটেছি সন্ধের রক্তিম সূর্যকে টেনে ভোরের সূর্য করেছি কিংবদন্তী আমার রক্তের ফায়সালা চাই, রক্ত দিয়ে। আমি সুন্দর আকাশে দেখেছি রক্তলাল বারুদের আর্তনাদ, তাকে ছিড়ে ফেলে এনেছি শংখচিল, আমি দুমড়ে যাওয়া শহরে দেখেছি লাশের উপর কুকুর বসে, তাকে মুছে ফেলে ক্যানভাসে পাঠিয়েছি। তুমি পথ আগলে ধরলে আজ? নজরুলের বিদ্রোহ পড় নি? কারার ঐ লৌহ কপাট পড় নি? তাহলে জানবে কেমনে অভিমান কাকে বলে আর অধিকারের আনন্দ কী। আমি পিচ ঢালা রাস্তায় প্রাণ দিতে পারি, আমার মগজ ভেসে যাক চৌরাস্তা তবু কালকে সকাল হতে দেব না, বাঁচিয়ে রেখে মীর-জাফরের বাচ্চা। (আমার ব্যান বন্ধুদের আন-ব্যানের দাবীতে (-) দিয়ে যান সবাই, তাদের মুক্ত না হওয়া পর্যন্ত এখানে ভাল কিছুই লেখা হবে না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।