আমাদের কথা খুঁজে নিন

   

কি যে হবে উপায় ...?

বন্ধুর খোঁজে

কি যে হবে উপায় ভেবে নাহি পাই সময়ের বিড়ম্বনায় ভাবি বার বার মাথার চুল একে একে হইতেছে পার উপায় কি আছে কোন চুল পরা থামাবার। মিথ্যা না ভাই সত্য কথা চুল গুলো যেন হয়েছে শুকনোপাতা বুদ্ধি হারিয়ে এক বোকা তাই কেউ কি জানেন এর থেকে বাচার উপায় ভাই। চান্দিটা আমার যেন উর্বর ভুমি শুসকি তাই মনে করে বিচরন ভুমি মাথা চুলকাই আর সামহ্যায়ার এ যাই কোন বন্ধু যদি বলে দেয় এর থেকে বাচার উপায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।