আপনা মাঝে খুঁজেফিরি নিজেকে
ইচ্ছে ছিল যা যা ঘটে সব শেয়ার করব। কিন্তু হয়ে ওঠে নি।
মেয়াদ ভিত্তিক চাকরী করি তো তাই গ্যাপ তৈরী হয়।
গত ২৩ জুলাই পোষ্ট পড়ে আমাকে সবাই নিরাশাবাদী মনে করতে পারেন। কিন্তু আমি আসলে যুক্তিবাদী।
ঢাকামুখীতার কোন যুক্তি খুঁজে পাইনি আজও। তাই ঢাকা যাওয়াকে ঝঞ্ঝাট মনে হয় আজও।
তবে এই ঝঞ্ঝাটও মাঝে মাঝে মধুর হয়ে ওঠে। যদি টিএসসি কিংবা চন্দ্রিমা উদ্যানে দেখা হবে বলে সে ফোন করে তাহলে কিন্তু পোয়া বারো। যে করেই হোক, যত ঝঞ্ঝাটই হোক- বান্দা হাজির।
আরও মজা লাগে যদি কর্তারা ডেকে নিয়ে নিয়োগপত্র হাতে তুলে দিয়ে বলে- আপনার পোস্টিং অমুক জেলায়। (এমন কোথাও যেখানে মানুষের মধ্যে মন বলে কিছু আছে। বাতাসকে বিষ মনে হয় না, সুস্থ মৃত্যুর গ্যারান্টী আছে)। তাহলে আবার মনে হবে আমি ঢাকা শহর না কোন মধুময় শহরে এসেছি...
ঢাকা শহর সবচেয়ে খারাপ লাগে যখন বস ফোন করে বলেন- এখনই গাড়িতে ওঠেন। তখন মনে হয়...
হোটেল রেস্টুরেন্টে যখন খেতে বসি মনে হয় আজই হয়ত ভয়ানক কিছু একটা হয়ে যাবে।
এত ঝামেলার মধ্যেও ঢাকায় যেতে হয়। মাঝে মাঝে যাইও। কি আর করা। বসগণ তো ঢাকাতেই অবস্থান করেন! তবে মজা লাগে যখন দেখি প্রতিটা মানুষের দুটি করে মুখ। একটি প্রকাশ্য অন্যটি অদৃশ্য বর্ণিল।
বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ (আরেকদিন মজার গল্প বলব...)
ওদের দলে আমি যেতে পারিনা। হয়ত এই কারণেই ঢাকা আমার অসহ্য। ক্ষমা কর হে ঢাকাবাসী। তোমাদের প্রিয় শহরকে আজও আমি ভালোলাগাতে পারিনি।
আগের লিংকঃ প্লিজ পড়ুন-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।