কায়া কেন লুকাই আমি আমার ছায়ার মাঝে...
আচ্ছা হচ্ছেটা কি?
কী হচ্ছে এসব সা. ইন. ব্লগে?
দুনিয়ায় এত ব্লগ সাইট। আর কোথাও কি এরকম অবস্থা চলে?
বাংলাদেশে এসে ব্লগেও এভাবে বিতর্ক হবে?
সুস্থ বিতর্ক হোক না!
ব্যান... আন ব্যান...
একজন আরেকজনকে ব্যক্তিগত ভাবে আক্রমণ না করলে হয়না?
ব্লগে সবাই আমরা এসেছি ব্যক্তিগত মতামত নিয়ে। কে কোন মতানুসারী সেটা তার ব্যাপার।
আমরা এখানে যারা লিখি সবাই নিজেকে ভদ্র মানুষ বলেই তো পরিচয় দেই। তাহলে এখানে কেউ আমার চেহারা দেখতে পাচ্ছে না বলেই আমরা ভদ্রতা ছেড়ে বেরিয়ে আসছি?
কেন ভাই খামাখা একজন কে গালি দেওয়া?
মতের অমিল হলে যুক্তি দিয়ে কেন আরেকজনকে বোঝাই না? আমি গালি দিলেতো আমাকেই ব্যান করবে - তাই না? আরেকজনে আমার গা চিড়বিড়ানো কথা বললেই যদি আমি গালি দেই, তাইলে তো আমিই হেরে গেলাম।
বাংলাদেশের সুস্থ সংস্কৃতির ধারক বাহক হয়ে বেড়ে ওঠার সম্ভাবনা এখানে অনেকের। কিন্তু তারা সংযমী নন। তারা হয়ত এখনো তারুণ্যের ওমে গরম। কিন্তু তারা যদি জামাত শিবির কে পজিটিভলি হ্যান্ডল না করেন, তা হলে গালাগালি আর অশ্লীলতার অভিযোগে যদি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়, কারো বলার মত মুখ থাকবে, বলেন?
জামাতীয় মনোভাবের বিরূদ্ধে যারা, তারা যদি আমরা পজিটিভ না হই, আমাদের জেতার কোন আশা নেই। একেবারেই নেই।
Please ... Be Positive!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।