আমাদের কথা খুঁজে নিন

   

নে বাবা এবার নাকে ত্যাল দিয়া ঘুমা!!

!!!

কয়েক হাজার মিডিয়াকর্মী আর রাজনীতিবিদদের অভিশাপে অভিশপ্ত মঈনুল এর আজ হেতায় বিদলো হুল!!! এ প্রসঙ্গে বিবিসিকে দেওয়া মঈনুল হোসেনের ভাই আনোয়ার মঞ্জুর বক্তব্যটি মনে পড়ে গেল। বিবিসি: শুনলাম আপনি নাকি এক কাপড়েই দেশ ছেড়েছেন? আ. মঞ্জু: আমি তো এক কাপড়ে আসছি কিন্তু আমার ভাইয়ের ভাগ্যে তো কাপড়ও জুটবো না!!!! বাকী কয়েক উপদেষ্টাও বিতর্কিত হয়েছেন জনগণের কাছে, নিজেদের দোষ চাপিয়েছেন মিডিয়ার ঘারে। তাই এই সরকারের সময়সীমা শেষ হলে এদের ভাগ্যে জুটতো ++ ......!!!! তবে কি বিতর্কিত এই উপদেষ্টারা জরুরী অবস্থা থাকতে থাকতেই গা বাঁচাতে পদত্যাগ করলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।