আমাদের কথা খুঁজে নিন

   

ছি! ছি! অপার্থিব! ছি!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

মানুষকে মানুষ হিসেবে দেখি। কে ভারতীয়, কে বাংলাদেশী, কে মুসলিম, কে হিন্দু এটা নিয়ে ভাবি না। আমার কাছে মানুষ ভাল হলেই ভাল। ধর্ম বা জাতি দিয়ে মানুষকে বিচার কখনোই করিনি, করেছি সে মানুষটির কর্মে। নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করি।

হিজাব পছন্দ করি না, কিন্তু কেউ হিজাব পড়ে যদি আরাম বোধ করেন, তাকে তা থেকে বিরত রাখার অধিকার নিজের আছে বলে মনে করি না। নিজের আচার, চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দিতে আগ্রহী নই একেবারেই। কে সমকামী বা সমকামী নয়, সেটা দিয়ে তাকে বিচার করতে যাই না কখনোই। কেউ সমকামী হলে হতে পারে, আমার ভাল লাগে না, দুরে থাকবো। কিন্তু তাকে নিন্দিত করুক কেউ, তা কখনোই সমর্থন করবো না।

এটা তার একান্তই নিজস্ব ব্যপার। আমার সহ্য ক্ষমতা অনেক। কাউকে সহজে ঘৃণা করতে পারি না। কিন্তু অপার্থিব, আপনার কোন লেখা, আপনার ধরণ ধারণের কাছাকাছি এলেই গা ঘিনঘিন করে আমার। কেন বলুন তো?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।