আমাদের কথা খুঁজে নিন

   

পথ/ সানাউল্লাহ সাগর

ফেরাতে পারিনি জলন্ত অভিশাপ টপকে দেয়াল পাশে উৎসবের মহড়া। অন্যদিন হলে আমিও পচে যেতাম গন্ধ গেলার সন্ধ্যায়-সন্ধ্যা তারার মতোন। আপদ হয়ে ঝুলে থেকেছি বহুকাল উজানস্রোতে... শাল জড়ানো সকালে উৎসুক কুয়াশার কাঁধে স্কেচ হয়ে ঝুলানো থাকে সেই শৈশব। বাদরামী স্মৃতিগুলো হাততালি দেয় কান পর্যন্ত। পোট্রেটটা পকেটেই থাকে সারাদিন- ঘুমালে জেগে থাকে আর্তনাদ। অদৃশ্য বোর্ড তালিকারা ভেসে বেড়ায় খিস্তির তারনায়। অন্ধকার ছুঁয়ে ভ্যাপসা অক্ষরগুলোর সাথে আমি দৌড়াই। তাজা দীর্ঘশ্বাসের পলিপাস নিয়ে- আমি থামলেই পথও থেমে যায়। ২৫-১১-১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।