.দা মোর ইউ রিড দা মোর ইউ লাভ
সাইবার ভালোবাসার কথপোকথন
সামথিং ইজ গোয়িং টু অকার ইনসাইড মি,ডু ইউ ফিল ইট বাই ইউরসেলফ্?
সকাল থেকে নোহা ৫০বার এই মেসেজটা পড়ার পর ও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। দেবেই বা কি করে ? চেনে না জানে না সাত সমুদ্দুর তেরো নদীর পাড়ের একটা ছেলে বলল ভালোবাসি আর ভালোবাসা হয়ে যায়? ভালোবাসা কি এত সস্তা। উহঃ প্রযুক্তি শুধু সহজ করেনি জীবনেকে অনেক কঠিন ও করে ফেলেছে। নয় চেনা নাই জানা নাই এমন একটা মানুষ তাকে নিয়ে ভাবতে শুরু করেছে। আবার এই ভাবনার ও প্রতিউত্তর দিতে হবে?যত্তসব ফাজিলদের কান্ড।
কি হল উত্তর দিলে না। তুমি কি কনফিউজড?
ও আপনি। কেমন আসেন?
ইয়াহু মেসেন্জারে জয়েন করলেই আপনাকে দেখি। সারাদিন কি নেটেই কাটান?
তোমার অপেক্ষায়।
এইসব ছাড়েন তো! চেনেন আমাকে?জানেন আমাকে?
তুমি তমা, লন্ডনে থাকো।
স্কুল অব ইকোনোমিক্সে পড়, ভীষণ উচ্চাকাংখী। স্বপ্ন পড়ে বড় হবে। আমার সাথে চ্যাট কর ১১মাস ১৩দিন ধরে, উচ্চতা ৫ফিট ৩ ইন্চি, জন্ম বড় হওয়া তিলোত্তমা নগরী ঢাকাতে। মানবতাবোধ তীব্র , কবিতা ভালোবাসো। মাঝে মাঝে টুকটাক লিখ, পরিবারের দায়িত্বশীল মেয়ে।
গান ফিল্ম এইগুলোও ভালোবাসো। শুধু ভালোবাসনা আমাকে।
দয়া করে থামুন। আপনার সাথে নেটে কথা বলা বন্ধ করে দিতে হবে।
নেটে কথা বলা বন্ধ করা আসলেই দরকার , নইলে ঘর করার সময় চ্যাটের মত আকার ইকার ছাড়া কথা বলবে।
ওরে বাবা ঘরের স্বপ্ন দেখে ফেলেছেন? একলা ঘর হয়?
একলা হয় না বলে তোমাকে চাইছি।
গান টা সেভ কর।
কার গান দিচ্ছেন?
সুমনের "প্রথমত আমি তোমাকে চাই"
আপনি একটা পাগল। আমার এই গান লাগবে না আমার পিসিতে আছে।
তাহলে এখন শোনো , আমি শুনছি।
ওকে পরে কথা বলছি, আমি আমার বোনের সাথে ভয়েস চ্যাট করব।
তমা , আমার উত্তরটা দিলে না।
রাশেদ শুনুন , জীবনটা খেলা না, বলা না কওয়া নাই একজনকে বললেন ভালোবাসি আর ভালোবাসা হয়ে গেলো?
তাহলে বল কোনটা ভালোবাসা আমি সেইভাবেই ভালোবাসবো।
আমি এখন আপনার কাছে ভালোবাসার ব্যাখ্যা দিতে পারবো না। পরে কথা হবে।
ভালো থাকুন।
ওকে এখন দিও না কবে দিবে বলে দাও। আমি অপেক্ষায় থাকব। ভালো থেকো প্রিয়।
উফফফফফফফফফ!!!!!!!!!!!! বাই।
সাইন আউট
!!
নোহা আছো?
হুমম আছি।
কি কর?
নেটে বসে কি করে মানুষ খায় নাকি ঘুমায়?
আপনি কি করেন?
আমি তোমার প্রতীক্ষা করি।
হা হা , প্রতীক্ষা আর অপেক্ষার মাঝে একটা পার্থক্য বলুন তো।
তোমার জন্য যা কিছু তাই প্রতিক্ষা , আর বাকি সব অপেক্ষা।
আপনি এত আজাইরা কথা বলেন কেন?
আজকে তোমার ক্লাশ নেই?
না উইকেন্ড চলছে।
তাহলে উত্তর দাও।
কি উত্তর দিব?
ভালোবাসো কিনা ঘর চাও কিনা?
ভালোবাসি ঘর ও চাই তবে সেটা আপনাকে নিয়ে না।
অন্য কেও???????????????
এখনো কোনো সিদ্ধান্ত নেই নি।
যতদুর জানি তোমাকে তোমার জীবনে আর কেও নেই। তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন?
রাশেদ, প্লীজ একটা ভালো বন্ধু হয়ে কথা বলতে পারলে বলেন নইলে প্লীজ চলে যান।
আমার অযোগ্যতাটা একবার বলবে?
আপনার কোন অযোগ্যতা নেই , থাকলে বনধু হতেন না। আমার নিজের সীমাবদ্ধতা আছে।
আমি আমার অসীম ভালোবাসা দিয়ে সীমাবদ্ধতা দুর করে দিব, একবার শুধু একবার সুযোগ দাও।
রাশেদ দেখুন যেটা এই পিসির সামনে বসে বলা যায় পাশাপাশি থেকে সেটা করা যায় না।
আমি পারি।
তুমি দেখ। আমি সব পারি নোহা। আমি খুব দুঃখে হাসতে পারি , আমি অজানাকে ভালোবাসতে পারি। আমি জানি নোহা তোমার আর আমার প্রথম বাধা আমাদের ক্যারিয়ার, তাই তো। তুমি নামকরা ইউনিভার্সিটিতে পরা মেয়ে, দেশে আসলে নিশ্চিত কোনো ইউনি'র টিচার হবে।
তোমার বাবা মাই বা কেনো আমাকে তোমার সাথে বিয়ে দিবে? এইতো? আমি ছা পোষা একটা মানুষ নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু স্বপ্ন ফুরোয় না।
রাশেদ, পরে কথা বলি। কিছুক্ষন পড়াশোনা করব।
এড়িয়ে যাচ্ছ? ওকে ভালো থেকো।
আর মনে রেখ আমি আছি তোমার জন্য।
অনবরত ফোনটা বেজে যাচ্ছে, নোহার একটুও ধরতে ইচ্ছা করছে না। নাম্বারটা দেখে ধরতেই হল। বাংলাদেশ থেকে ফোন। কে করল? কোনো বিপদ হলো না তো কারোর? হ্যালো বলতে একটা অঝোর বৃষ্টির শব্দ টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ, কোথায় যেন কাক কা কা করে ডেকে উঠল।
হ্যালো কে বলছেন। কোন উত্তর নেই। কে বলছেন প্লীজ? অ্যানি ওয়ে যে বলুন না কেন অনেক অনেক থ্যাংকস এই বৃষ্টির শব্দের জন্য।
ভালো লাগছে তোমার?
কে বলছেন?
ভালো লাগছে কিনা সেটা বল।
এত সুন্দর শব্দ আর আমার ভালো লাগবে না কি বলেন?কিন্তু আপনি কে?আর কেমন করে জানেন আমি বৃষ্টি ভালোবাসি?
নোহা আমি তোমাকে জানি , তুমি কি একবার জানতে চাইবে আমাকে?
কে?? রাশেদ???????আচ্ছা আপনি কি পাগল?
নোহা আমি পাগল সত্যি পাগল হয়ে যাব।
শুধু তুমি বৃষ্টি ভালো বাসো বলে তোমাকে বৃষ্টির শব্দ শোনাবো বলে আমি এই ভোর ৫টায় একটা যাত্রী ছাওনির নিচে দাড়িয়ে আছি, আমার দেয়ালের ঘরে বৃষ্টির শব্দ আসে না। নোহা আজীবন এমন করেই বৃষ্টির গান শোনাবো কথা দিচ্ছি।
রাশেদ আপনি বাসায় যান। আর এটা কি আপনার ফোন নাম্বার ? আমি পরে আপনাকে কল করব। টেক কেয়ার।
নোহা প্লীজ ফোনটা কেটো না।
আজব একটা মানুষ । কেমন করে নোহার ভাবনাগুলোর মধ্যে ঢুকে গেল। সত্যি ভালোবাসে, নইলে কি কেও অত ভোর বেলায় রাস্তায় দাড়িয়ে থাকে বৃষ্টির শব্দ শোনানোর জন্য। নোহা নিজেও জানে না ভালোবাসা কি আর তার কি করা দরকার।
খুব ইচ্ছে করে মাঝে মাঝে এই একঘেয়ে জীবনটাকে ফেলে দিয়ে নতুন কুড়ি দিয়ে সাজাতে। কিন্তু মধ্যবিত্ত সীমাবদ্ধতার দেয়াল ডিংগানোর মত সাহস নোহার নাই। হয়তো বাবা মার পছনদমত এমন একটা ছেলেকেই বেছে নিতে হবে যে কোনদিন দুরন্ত হবে না। বাধহীন জোয়ারে জীবন ভাসাবে না। নটা ৫টা অফিস ক্যারিয়ার সবচেয়ে উচু অফিসের উচু পোস্ট।
সংসার। এই তো জীবন এর চেয়ে বেশি কিবা চাওয়ার থাকতে পারে? নোহা আর ভাবতেও পারে না। ঝীবনে খুব সখ ছিল গ্লোব ট্রটার হবে। সংগে এমন একজন থাকবে যে সংগী হবে। রাশেড কি এমন একজন?
নোহা...প্লিজ পে ইয়োর আ্যটেনশন।
আই এম ডিসএপোয়েন্টেড। ইউর টোটাল রেশিও ইজ রং। আর ইয় সিক? আই থিংক ইউ আর ডিস্টার্বড। নো নিড টু ডু দা ক্লাশ । টেক রেস্ট।
জ্যাকব! কেন আই সি মাই পেপার?
ওহ শিয়োর। কাম এন টেক।
ইজ ইট মই কপি , ডিড আই ডু দিস?
ইয়েস ডীয়ার। ইউ মাস্ট বি ডিস্টার্ব। টেক রেস্ট।
ওকে থ্যাংকস।
উফফফফফফফফফফফ!!!!!!!!!!
এমন কেনো হল। আমার তো কোনোদিন ভুল হয় না। তাও আবার এমন জঘন্য ভুল? ৬টা দেশের ইকোনোমিকাল রেশিও মিলাতে ভুল? ড্যাম। কোথায় আমি মনটা কোথায়? এমন হচ্ছে কেন?কি করব আমি?
বাসায় গিয়ে পিসি অন করতে মার অফলাইন ।
"মা তুই কি এবার সামারে দেশে আসতে পারবি তোর ছোট মামা খুব ভালো একটা ছেলে এনেছে। ছেলে আমেরিকা থাকে। মাইক্রো বায়োলজীর মাস্টার, দেখতেও সুন্দর। আমাদের খুব পছন্দ । তুই রাজী থাকলে এই সামারে সব ব্যাবস্থা করে ফেলি।
"
নিচে আর একটা অফলাইন। "নোহা , অনেকদিন কথা হবে না। আমি পার্বত্য বাংলাদেশ ঘুরতে যাচ্ছি। প্রথমে যাবো বান্দরবন এর পর যাবো রাংগামাটি, এর পর খাগড়াছড়ি। ইসস তুমি থাকলে তোমাকেও সংগে নিতাম।
ভালোই হল তুমি অনেকদিন আমার যন্ত্রনা মুক্ত থাকবে। মোবাইলটা নিচ্ছি এটার যতক্ষন পয়শা থাকবে ততক্ষন জালাবো কথা দিলাম। বেতন পেয়েই দৌড় দিচ্ছি, চাকরিটা এবার চলে যাবে আশা করি। আর সারা মাস না খেয়ে মা ভাই এদের থেকে দেনা করে চলতে হবে। তবু বলতো এই বর্ষায় শুভলংপাহাড়ের সবুজ বাঁশ বন দেখব না, চিতমরমের বর্ষা উৎসব দেখব না ।
আমি মরে যাব। ভালো থেকো নোহা। ফিরে আসবো শীঘ্রই তোমার জন্য। "
আমাকে সংগে নেবে রাশেদ?
মেসেজটা টাইপকরার জন্য যে সাহস আর শক্তি দরকার সেটা নোহার নেই। মার অফলাইনের উত্তর ও দিতে ইচ্ছা করছে না।
কি করবা কি করবা? বিড়বিড় করে নিজেকেই আপন মনে প্রশ্ন করে যাচ্ছে।
মোবাইলে মেসেজ। নিশ্চিত মা। অফলাইনের উত্তর দেয়নি এখন ফোনে। উফফফফফফফ কেমন করে মাকে বলব আমি খুব কনফিউজড।
ওমা রাশেদের মেসেজ-"নোহা আমি এখন রাংগামাটি থেকে নৌকায় করে কাপ্তাই যাচ্ছি দুই পাশে শুধু সবুজ পাহাড়। তুমি যদি থাকতে কিচ্ছু না একটা সবুজ টিপ তোমার কপালে। অনন্তকাল আমি নিরুদ্দেশ যাত্রা করতে পারতাম"
আবার মেসেজ। রাশেদের....... "নোহা, এই মাত্র আমি আমার সমস্ত খাবার দাবার, ব্যাকপ্যাক,ঔষধ, সব গরীব পাহাড়ীদের দিয়ে দিলাম ফেরার মত কিছু টাকা পকেটে রেখে। জানি না এটা কি কোনো পুন্যের কাজ কিনা।
এত যদি সত্যি কোনো পুন্য হয় আমি তার বিনিময়ে স্রষ্টার কাছে তোমাকে চাই। "
"মা, আমি কোনো অসাধারন ছেলে বিয়ে করব না এমন একটা ছেলেকে বিয়ে করতে চাই যে খুব সাধারণ, শুধু যে খুব উদার হয়ে ভালোবাসতে পারবে। "
রাশেদ, "আমার কোন সবুজ টিপ নেই কিনে রেখো দেশে এলে পরে কাপ্তাই যাব। ঢাকা কবে ফিরছো?"
নোহা মা "তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বল। তবে মনে রাখিস ছেলেকে যোগ্য হতে হবে।
"
"মা একটা ছেলের যোগ্যতা কেমন করে মাপবে? হাই ক্যারিয়ারই কি সব? আমি স্টিল কনফিউজড আমাকে ভাবতে দাও। সামার এখনো অনেক দেরি। "
"নোহা একটা কল করবে? আমার খুব খুব তোমার কন্ঠ শুনতে ইচ্ছা করছে। জানোইতো এখন আমি ফকির,আর আমি বাংলাদেশের সব সবুজ টিপ কিনে ফেলার প্রতিজ্ঞা করলাম। "
!!!
হ্যালো রাশেদ আমি নোহা
আমি জানি তুমি নোহা।
আমার নোহা
অনেক সাহস তোমার তাই না আমাকে তোমার বল।
ভীরুরা ভালোবাসতে পারে না।
জানতাম না।
"স্বপনের হাতে হাত করা তাই স্বপ্নের হাতে বন্দি, আমার মনের নদিতে জল নেই তাই তোমার সাথে সন্ধী"
তোমার লিখা?
সারাদিন কি বই পড় টিভি নাটক কিচ্ছু দেখ না?
না দেখি না।
এটা একটা নাটকের গান ভালো লাগল তাই তোমাকে শোনালাম।
হমম! তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে?
হ্যা হচ্ছে, শব্দ শুনবে?
না আমার হয়ে একটু বৃষ্টি ছুঁয়ে দাও।
এই যে ছুয়ে দিচ্ছি। বৃস্টির গান কি বলছে জানো? নোহা আমার।
হুমম আর কিছু বলে না?
না আপাতত এইটাই বলছে।
কতটুকূ বৃষ্টি ছুতে পারছ?
তুমি তো দেখি আমার চেয়েও বড় পাগল এত বৃষ্টির কতটুকু আমি ছুতে পারব?আমি আসীম বৃষ্টিকে ছুতে পারছি না।
ঠিক যতটুকু তুমি ছুতে পারছ না আমি ঠিক ততটুকু আমি তোমাকে মিস করছি। ঢাকা ফিরে এসো।
!!!!
রাজকন্যা কি কর?
প্রতীক্ষা করি কোটালপুত্র রাশেদের।
আমি কোটালপুত্র? কে বলেছে? আমি তো নোহার রাজ্যের রাজা।
তুমি রাজা ?????? আমি কি রানী মা?
তুমি আমার প্রিয়তমা।
আহা
মাকে বলেছি তোমার কথা।
কি বল?
হ্যা মা বলল বিদেশে থাকে মেয়ে সত্যি কোনদিন দেশে আসবে? তুই চিনিস নাকি।
তোমার মা তো ঠিকি বলেছে।
মা রা কি ভুল বলে? কিন্তু স্বপ্নের কাছে সব হার। তোমার জন্য আমি অনন্ত অপেক্ষা করতে পারব।
তোমাকে অনন্ত অপেক্ষা করতে হবে না । এই সামারেই আসব। আমার কোর্স কমপ্লিট হয়ে যাবে।
এর আগে আসতে পারবে না? আমার তো তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে।
আমার ও করছে।
নোহা শোন আমরা প্রথম দেখা কোথায় করব?
যেকোনো জায়গায়।
উহু তুমি আমার সব তোমার সাথে যেকোনো জায়গায়?অসম্ভব।
ওকে তুমি বল। কোথায় দেখা করতে?
চিটাগাং ওয়ার সিমেট্রিতে। ওখানে একটা ১৬বছর বয়সী একটা বীর যোদ্ধার কবর আছে।
ওখানে দাড়িয়ে আজীবন একসাথে থাকার শপথ নেব।
তুমি কি পাগল?
জানোই তো আমি পাগল। শোন কালকে কুষ্টিয়া যাচ্ছি ২দিন পর ফিরব।
আবার কুষ্টিয়া কেন?
লালন উৎসব। না দেখে আসলে পাগলা পাগলা লাগবে।
গান গুলো সব তোমার জন্য রেকর্ড করে আনব।
তোমার মোবাইল নিবে তো।
হ্য নিচ্ছি। ভালো থেকো নোহা।
!!!!!
দ্যা মোবাইন কেন নট বি রিচড।
বারবার এই ম্যাসেজটাই আসছে। কি হল রাশেদের? ঝড়ের মত জীবনে এসে ঝড়ের মত হারিয়ে গেল।
" রাশেদ,মোবাইল খুললেই আমার ম্যাসেজটা পাবে ,কি হয়েছে, কোথায় তুমি। প্লীজ কথা বল। আমি কাদঁছি তোমার জন্য "
"রাশেদ , তুমি কোথায়? প্লীজ ফিরে এসো সব সব স্বপ্ন নিয়ে বসে আছি তোমার জন্য।
" --দ্যা পারসন ইজ নট অনলাইন। হি উইল গেট দিস ম্যাসেজ এজ অফলাইন ম্যাসেজ আফটার লগইন।
!!!
নোহা হোয়াট হ্যাপেনড টু ইউ। ইট সিমস ইউ আর আপসেট। বেটার টেক লিভ।
ইয়া আই অ্যাম ডিস্টার্বড। আই শ্যুড টেক লিভ।
ডিয়ার ইউ আর ওয়ান অব মাই বেস্ট স্টুডেন্ট। আই ডিজায়ার আ ব্রিলিয়ান্ট রেজালট ফ্রম ইউ।
জ্যকব ক্যান আই ডু মাই থিসিস অন বাংলাদেশ?
হোয়াট ডু ইউ থিংক?ইউ ওয়ান্ট টু গো টু বাংলাদেশ?
ইয়েস।
উইদিন দিস উইক আই ওয়ান্ট টু গো।
ওকে অল দা বেস্ট। বাট আই ওয়ান্ট আ্যন চারমিং পেপার।
শিওর ইউ মাস্ট গেট ইট।
"মা আমার থিসিসের কাজে একমাসের জন্য বাংলাদেশ আসছি"
"রাশেদ থিসিসের নাম করে তোমাকে খুঁজতে দেশে আসছি।
তোমাকে না পেলে আমার কোনো কিছুই হবে না। যদি আমার এই ম্যাসেজটা পাও প্লীজ ফিরে এসো। "--দ্যা পারসন ইজ নট অনলাইন। হি উইল গেট দিস ম্যাসেজ এজ অফলাইন ম্যাসেজ আফটার লগইন।
!!!
কিরে মা তুই এত শুকিয়েছিস কেন?
মায়েদের চোখে সন্তান ভোটকু হলেও শুকনা মা।
কেমন আছো তুমি?কিরে তোরা কেমন আছিস? বাবা কোথায়।
তুই থাকবি কতদিন?
মা মাত্র ২৭দিন থাকবো।
আপু থিসিসের সাথে বিয়েটা করেও যাও । আমরা একটা বিয়ে খাই।
বিয়ে সামারে আবার আসলে করব।
এখন না।
তাইলে হইছে তোমার বিয়ে তুমি খাও।
মা আমাকে পরশুদিন চিটাগাং যেতে হবে।
চিটাগাং কেন?
চিটাগাং পোর্টের উপর থেকে কাজ শুরু করব।
!!!
এই আপু তুই এতদিন পর দেশে আসলি কোন কথা বার্তা নাই।
এখন আবার নেটে গুটুর গুটুর করতেছিস।
আমি তো বেড়াতে আসি নাই। আমি কাজে আসছি। সামারে বেড়াতে আসলে তোর সাথে আড্ডা দিব। তোর সাথে ঘুরব।
"রাশেদ, তুমি কি বুঝতে পারছ, আমার কতটা খারাপ লাগছে? আমি কান্নাও করতে পারছি না। কাওকে বলতে পারছি না তোমার জন্য আমি দেশে এসেছি। আমি প্রতিটা ক্ষন তোমাকে খুঁজছি। কাল সকালে আমি চিটাগাং যাচ্ছি। ঠিক ৪টায় ওয়ার সিমেট্রিতে দাড়াব সেই সমাধিটার সামনে।
যদি এই ম্যাসেজটা পাও প্লীজ এসো অন্তত একটা কল দিও। এই ফোন নাম্বারে"--------দ্যা পারসন ইজ নট অনলাইন। হি উইল গেট দিস ম্যাসেজ এজ অফলাইন ম্যাসেজ আফটার লগইন।
!!!
এই যে ভাই একটু শুনবেন?
জী আমাকে বলছেন ?
হ্যা আপনাকে বলছি। এখানে একটা ১৬বছর বয়সী এক যোদ্ধার কবর আছে।
কোথায় বলতে পারবেন।
না আপা লগ বুকে দেখেন। ঐ গেটের কাছে লগবুক আছে।
ধন্যবাদ।
"রাশেদ আমি আমার দেয়া প্রতিটা কথা রেখেছি।
তোমার প্রিয় সামনে দাড়িয়ে প্রতীজ্ঞা করছি আমার জীবনে তুমি ছাড়া আর কেও কোনদিন আসবে না। এটাকে মানুষ পাগলামি ভাবতে পারে কিন্তু আমার জন্য এটাই সত্য। আমি একটা সবুজ টিপ পরব বলে আজীবন আমার কপাল শুন্য রাখব। আমি স্বপ্ন ভালোবাসি আর তুমি আমার স্বপ্ন। তুমি কেনো কথা রাখলে না রাশেদ? "
হেই মেয়ে!!! কে বলেছে কথা রাখিনি।
তুমি তো দেখি আমার চেয়েও বড় পাগল, আমাদের বাচ্চাকাচ্চারা হবে পাগল টু দ্যা ইনফিনিটি। তোমার কাছে সবুজ কলম হবে? আমি সবুজ টিপ আনতে ভুলে গেছি। চোখ বন্ধ কর কপালে একেঁ দিচ্ছি।
রাশেদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।