আমাদের কথা খুঁজে নিন

   

চির বসন্তের দেশে - ১ (কুনমিং-'চির বসন্তের দেশ', চীন)

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কুনমিং । চাইনিজ শব্দ । যার বাংলা চির বসন্ত ।

অর্থাৎ বাংলায় চির বসন্তের দেশ । চীনের একটি শহর । কুনমিং হচ্ছে ইউনান প্রদেশের রাজধানী আর এই প্রভিন্স হচ্ছে চীনের অন্যতম দর্শনীয় জায়গা । চীন বর্তমানে পর্যটকদের আকর্ষন করতে কুনমিং এর চির বসন্তকে কাজে লাগিয়ে আরো আকর্ষনীয় আর সুন্দর করে তুলছে । সেই চির বসন্তের দেশে দিন কয়েক ঘোরাঘুরি করে আসার অভিজ্ঞতা ভ্রমণকাহিনী নয় ঘোরাঘুরির কাহিনী বিবৃত করিবার বাসনায় 'চির বসন্তের দেশে - ১' হিসেবে শুরু করলাম ।

চীন ভ্রমণে কোন ভৌগলিক ম্যাপ না দেখিয়াই দ্রুত গিয়েছিলাম আর বিশ্বের সপ্তাশ্চয়েৃর এক আশ্চর্য চীনের প্রাচীর দেখব ভেবেছিলাম কিন্তু কুনমিং ছাড়া আর কোথাও যাবার সময়, সুযোগ ছিল না । আর ওই প্রাচীর দেখতে বেইজিং পর্যন্ত যাবার প্রয়োজন.... তাই... হয়তো অন্য কোন বার ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।