আমাদের কথা খুঁজে নিন

   

আল বদরের সন্তান - ক্ষমাপ্রার্থী



যে জারজ তার কষ্ট কি আমার থেকে বেশী? আমি জানিনা। তার তো বাবার পরিচয় নেই। সে জানেনা তার বাবা কে। আমি জানি আমার বাবা কে। এবং তার পরিচয় আমার কষ্টের কারণ।

আমি অনেক বড় হওয়া পর্যন্ত জানতাম না আমার বাবার এই পরিচয় - তিনি আল বদরের একজন সদস্য এবং কমান্ডার ছিলেন। আমি জানতে পারি যখন আমি HSC ২য় বর্ষে পড়ি। আমার জীবনে অনেক কষ্টের দিন গিয়েছে। কখনো কাঁদিনি। সেদিন কেঁদেছিলাম।

আমার মনে হয়েছিলো - আমার জীবনের কোন অর্থ রইলনা। আদৌ কি আছে। আমি জানিনা। এখনো জানিনা। আমার বাবা কি অপরাধ বোধে ভুগতেন? হয়তো।

হয়তো না। তিনি কখনো আমাদের ভাই বোন দের এসব কথা বলেননি। আমি জেনেছি পরে। তিনি জামায়াতের একজন সদস্য ছিলেন। আমাকে কখনো শিবির করতে বলেননি।

মনে মনে চেয়েছেন যেন আমি করি। কারণ যারা জামায়াত করে তারা বিশ্বাস করে এটা ইসলামী আন্দোলন। শিবির সেটার যুব সংগঠন। শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের দিয়ে আমাকে কনভিন্সড করতে চেষ্টা করেছেন। কিন্তু কোন লাভ হয়নি।

আমি যে স্কুলে পড়তাম, সেখানে আমার এক বন্ধু ছিলো। তার বাবা একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা। তিনি মাঝে মাঝে আসতেন। আমাদের নিয়ে বসতেন। মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন।

মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় আমাদের উদ্বুদ্ধ করতেন। মাঝে মাঝে সংবিধান নিয়ে আসতেন। আমাদের বোঝাতেন। বলতেন ৭১ এ কে কি করেছে। কত কিছু নিয়ে তাঁর সাথে আমাদের তর্ক পর্যন্ত হতো।

তিনি আমার জীবন বোধই বদলে দিলেন। তবে তখনো আমি জানতাম না, তাঁর শিক্ষার শিকড় কত গভীরে রোপিত হয়েছে আমার হৃদয়ের। আমি তাঁকে পেয়েছি ক্লাস টেন পর্যন্ত। অনেক আড্ডা, গল্প, তর্ক তার সাথে- আমার জীবনের কষ্টের সূত্রপাতও কি তিনিই নন? তাঁর শিক্ষা না পেলে হয়তো আজ "আইলসা (সামহোয়্যারের একজন ব্লগার)"এর মত বলতাম - my father was an al bodor too and i am proud be his son and being a muslim and a member of shibir. কত মুর্খ! কত বড় মূর্খ! মুসলিম হওয়া এত সহজ? বার বার নীতি পরিবর্তন করা কোন মুসলিমের কাজ? কেউ কি বলতে পারবেন? যাই হোক। আমি বিতর্কে যেতে চাই না।

আমি শুধু বলতে চাই - আমি আমার বাবার কৃতকর্মের জন্য সমস্ত দেশের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। আমি আবার লিখবো। যে সব ভাই আমার এই নিক নিয়ে প্রশ্ন তুলেছেন- - তাদের বলছি, আমি সবাইকে জানাতে চেয়েছি আমার কথা। তাই এই দৃষ্টি আকর্ষণ। আমি আমার কথাগুলো বলে আর কখনো এই নিক ব্যবহার করবো না।

কথা দিচ্ছি। যারা আমার আগের পোস্টে মন্তব্য করেছেন তাদের কারো কারো মন্তব্যর জবাব লিখেছি। সময় পেলে পড়বেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।