আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের ললাটে বিচ্ছিন্নতার কলঙ্ক তিলক

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য পৃথিবীর পথ থেকে পথে ফিরে চলেছি আমি সহস্র শতাব্দী ধরে- কাল থেকে কালান্তরে, লোক থেকে লোকান্তরে, যুগ থেকে যুগান্তরে তন্ন তন্ন করে খুঁজেছি মানুষের ইতিহাস- আদিম হিংস্র মানবিকতা থেকে শুরু করে গ্রীসের এরিস্টোক্রেসি দেখেছি- ওখানে গণমানুষের বঞ্চনার নির্মমতা দেখেছি! দাসপ্রথা হতে শুরু করে সামন্তবাদের নিষ্ঠুরতা দেখেছি, বিপ্লবীদের তাড়া খেয়ে সামন্তপ্রভুদের শহুরে তস্করদের গৃহে আশ্রয় নিতে দেখেছি , ভূমিদাস হতে মুক্ত মানুষ কী করে পুঁজির গোলামে পরিণত হয় তার সকরুণ ইতিহাসও জেনেছি, মানুষের সব কৃষ্টি –কালচার, শিল্প, সাহিত্য ও সাধনা মানুষের সব বন্ধন, সব ঐশ্বর্যকে পণ্যে পরিণত করার হিংস্র নোংরামি দেখেছি! পুঁজিবাদী সভ্যতার নোংরা বেদীতে মানুষের মানবিক সম্পর্কগুলোকে বলিদান দিতে দেখেছি! ধর্ম ও দর্শনের বোধ ও বোধনকে পদদলিত করে উৎপাদন সম্পর্কের ভিত্তিমূল রচনার ইতিহাসও জেনেছি; চার্চের নিঠুর শাসন –ত্রাসনের জবাবে মানবাত্মাকে বস্তুবাদের নিগড়ে বন্দী করার প্রণোদনা দেখেছি- বুর্জোয়া গণতন্ত্র কী করে অভিজাত শ্রেণির শোষণের হাতিয়ার হয়ে উঠে তার নীল নকশার নাট্যায়ন দেখেছি- কোথাও মুক্তি দেখিনি! কোথাও স্বাচ্ছন্দ্য দেখিনি! কোথাও সচ্ছলতা দেখিনি! কেবল কিছু বিচ্ছিন্ন মানুষ দেখেছি। কেবল কিছু যন্ত্রণাকাতর মানুষ দেখেছি। চৌদিক জুড়ে বিচ্ছিন্নতার বীভৎস রূপ দেখেছি- মানুষে মানুষে বিচ্ছিন্নতা। ব্যক্তিতে ব্যক্তিতে বিচ্ছিন্নতা । পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সমাজের গোত্রে গোত্রে বিচ্ছিন্নতা। সৃষ্টি ও স্রষ্টার বিচ্ছিন্নতা। ধর্ম ও বিজ্ঞানের বিচ্ছিন্নতা । দর্শন ও জীবনের বিচ্ছিন্নতা । প্রেম ও প্রেমাস্পদের বিচ্ছিন্নতা । এ কেমন সভ্যতা! এ কেমন ইতিহাস! বিচ্ছিন্নতা যেখানে সুর তোলে আমাদের জীবনের মর্মমূলে! বিচ্ছিন্নতা যেখানে লেখে তার নাম মানুষের সত্তার বেদিমূলে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।