আমাদের কথা খুঁজে নিন

   

এসো সবাই শিবির ধরি, পোঙ্গা দিয়া ব্যাম্বু ভরি



ছাত্রজীবনে কারা কারা শিবির পিটাইছেন আওয়াজ দেন। সবাই একটা কইরা স্মৃতিকথা ছাড়েন। যারা নিজেরা পিটান নাই মিছিলে ছিলেন কিংবা অন্তত দর্শক ছিলেন তারাও এই তালিকায় পড়বো। এছাড়া যে যেইখানে যতপ্রকার শিবিরি দেখছেন,শিবিরের নির্যাতনের মুখে পড়ছেন,জামাতী খাইসলত দেখছেন,শুনছেন সব গুলার একটা ক্রনোলজি বানান। এইটা এখন খুব দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।