মন দিয়ে মন পাইনি কোনো কালে
তাই পয়সা দিয়ে প্রেম কিনতাম এক সময়
উঁচু বুক পকেট অনেকের বুকেই জাগিয়েছিলো ভালোবাসা
পয়সা দিয়ে মিনিট কিনে কথা বলেছি তার সাথে
আর স্বাস্থ্য বাড়িয়েছি ফোন কোম্পানীর সিন্ধুকের
চোখের ঘুমকে পায়ে দলিয়ে প্রতিনিয়ত রাতকে করেছি অপমান
আমার ঘুমগুলো ঘুমানোর জন্য ফুঁপিয়ে কেঁদে মরেছে
ওদের দিকে ফিরেও চাই নি কখনো
আমি তো তখন নারী কন্ঠের মায়াজালে আচ্ছন্ন।
আমার পকেটে আজ পিঁপড়ে ঘুরে বেড়ায়
কেউ নেই এখন আর পাশে
চোখের ঘুমও হারিয়ে গেছে
অভিমানী ঘুমগুলো কেঁদে-কেটে অক্ষি ত্যাগ করেছে
নির্ঘুম বিছানায় ছটফট করি সারারাত
একদিন ছুটে যাই ডাক্তার বাড়ি
আবার ফিরে আসি
এখন আমি ঘুম কিনি দোকান থেকে
যে পয়সা দিয়ে এক সময় প্রেম কিনতাম
সে পয়সায় আজ কিনি ঘুম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।