আমার ব্যক্তিগত ব্লগ
ছোট বেলায় কেউযখন জিগ্যেস করতো, আপনার হবি কি? একটু বিপদে পড়তাম, কারন আমি ভেবে পেতাম না কি আমার হবি। আমি যাই করি হয় বাবা-মা, না হয় স্কুল, না হয়ে বন্ধুরা ঠিক করে দিত। পড়া, খেলা, শয়তানি..। তাহলে আমার হবি কি? একজন সাহায্য করার জন্য বলল, এই যেমন ডাক টিকেট জমানো, বাগান করা, সেলাই করা ইত্যাদি ইত্যাদি। এবার আমি কিছু একটা বলার মতোন পেলাম।
আমার আম্মার সখ হলো বাগান করা। উনি টবে এতো গাছ লাগিয়েছেন যে বারান্দায় আর হাটা যায় না। না না জাতের গাছ এলোমেলো ভাবে রাখা (এলোমেলো কথাটা আম্মা মানেনা)। একেবারে সুন্দর বন। ভিতরে ঢুকতে গেলে কাটায় জামা ছিড়ে যেতে পারে।
আমাকেও একটা গাছ কিনে দিয়েছিলেন। আমি পানি দিতাম, মাটি খুড়ে দিতাম, সার দিতাম। সুতরাং হবি বলতে বাগান করা বলা যায় (হোক না একটা গাছ নিয়ে)। রচনাতেও তাই লিখতাম (গাছের সংখ্যা না বলে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।