আইজ দিল বিরাট খুশ!
প্রথম আলো খুইলাই টাশকি!!!
বইমেলার ওপরে কোনা দিয়া এক খান আর্টিকাল লিখেছে মহাশয়রা। কি মনে করে কম্পিউটার প্রতিদিন খুলে দেখি লেখা ওয়েব গাইড , ইন্টারনেটে বাংলা বইয়ের দোকান। মোটামুটি হতাশ হয়েই ক্লিক করলাম, আজকাল এক দুইশ বই নিয়ে কেউ একখান ওয়েবসাইট খুললেই পত্রিকায় হেডলাইন হয়ে যায়। আমার এত্তবড় সাইটখান পাঁচ সাল ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে কারো খবর নাই। তাই মনে করলাম দেখি, কে কি করল।
খুলে দুইবার চোখ ডলতে হল। আরে কয় কি? বইমেলারে নিয়ে আর্টিকেল নামায়ে ফেলেছে।
ভেজাল হইল, প্রথম আলোর জারিজুরী যেইদিন খবর সেইদিনই শেষ। মহামূল্যবান আর্কাইভ দেখার সুযোগ নাই জনসাধারণের। তাই আর কি করা স্ক্রীনশট আর লিঙ্ক দুইটাই দিয়ে দিলাম।
যার যেইটা কামে আসে।
কম্পিউটার প্রতিদিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।