আমাদের কথা খুঁজে নিন

   

সময় থাকতে মনা হুশিয়ার



আজ অফিস আসার পথে মেইন রোডে এসেই থমকাতে হল। কোন একটা গাড়ি নেই। পুলিশ.. আর্মি.. রেপিড ফোর্স... ব্যাপার কি.......? জরুরী (তথাকথিত) অবস্থার মধ্যে এ আবার কি ? চলতে চলতে জানতে পারলাম গার্মেন্টস এর এক মেয়ে শ্রমিক মারা গেছে.. তার বিচার এবং অন্যান্য দাবীতে সড়ক অবরোধ। অবশেষে আগার গাঁ পর্যন্ত হেটে এসে ..সিএনজিতে অফিস। ভোগান্তির চেয়ে আনন্দই বেশি মনে হল।

তথাকথিত রাজনীতি আর রাজনীতিবিদরা যখন (জরুরি জুজু না চরিত্রের অধ:পতনে পরাজিত ...কোন কার্যকর ভূমিকা পালনে, অথচ চিরদিন তাদের গলাবাজি এই জনতার নামে , তাদের ভোগ বিলাস এর যোগান আসে এই জনতার নামে) আজ জনগনের এই চরম দু:সময়ে কাকতাড়ুয়ার ভূমিকায়...তখন ন্যায্য অধিকার আর ন্যায় বিচারের দাবিতে তারা যেভাবে রুখে দাড়িয়েছে প্রশংসাযোগ্য। এই সত্যকে উপেক্ষা করলে ভুল হবে। এই হুশিয়ারি সকলের প্রতি। যারা ক্ষমতায়। এই সতর্কতা দীর্ঘদিনের পুঞ্জিভুত ক্ষোভের প্রকাশ।

মাত্রা হয়তো ভিন্ন.. তবে এখনই সময়.. সঠিক পথে আসার...... বড় ক্ষোভের সাথে জানতে ইচ্ছে করে.. আজ যখন সমগ্র জাতি নিরব দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত.... আজ বিভ্ৎস সেই ২৮ অক্টোবর সফল কারিরা কোথায়? তারা কি ঘুমায়....? ৪০-৪৫ টাকা দর চালে যখন নাভিশ্বাস.. তখন সকল বীর পুঙ্গবরা হাওয়া। যারা কথায় কথায় পত্রিকার পাতা ভরে ফেলত সিন্ডিকেট তত্তে , রাস্তা বন্ধ, গাড়িতে আগুন, বক্তৃতায় আগুন, লেখিনতে আগুন ---আজ তাদের কলম চলেনা জনতার মুখ চেয়ে। ... আজ তারা আর অনুসন্ধান করেনা কেন দামের এই হাল। সাংবাদিক দেখলেই মনে হয় বিক্রি হওয়া ফার্মের মুরগী। ডিম তো ডিম, মাঙস তো মাংস... সঙ সাজা আত্ম বিক্রিত একদল।

আর আমরা.. অসহায় বড়জোর চিৎকার এই পর্যন্ত..... তবে কি এভাবেই যাবে কাল!!!! কোথায় সেই তিতুমির, ঈশা খা, শেখ মুজিব, বজ্র কন্ঠে আবার ভাঙাবে ঘুম মুক্তির বিজয় মন্ত্রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।