আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
হতে দাও পাগল আমায়
আজ বাউল হবার রাত
হতে দাও শিশুদের মতো
মা, খাইয়ে দেবে ভাত?
হতে দাও ভাবের পথিক
হারাবো অনন্ত আধারে
হতে দাও উদাস আমায়
আজ খুজবো হারিয়ে তারে!
বাকী থাকা শীতের সকালগুলো
অথবা বসন্তের কোকিলের গান
অথবা গর্বিত বাংলার পতাকায়
সালাম ফিরাবে আমার সন্তান!
আমার লেট শুভ নববর্ষ সব্বাইরে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।