আমাদের কথা খুঁজে নিন

   

আজ ব্লগার ভাস্কর চৌধুরী'র জন্মদিনঃ তুমি এলে এবং জয় করলে...

ব্যস্ততা আমাকে দেয়না অবসর.....

আপাদমস্তক তারুণ্যে উদ্‌ভাসিত এক যুবক। লেখনিতে বয়সের তুলনায় দক্ষতার ছাঁপ। কাব্য চর্চায় অসাধারন ক্রীড়াশৈলী। এত কম বয়সে এত কিছুর পরশ নেয়া···তোমাকেই মানায়। অভিনন্দন তোমাকে ভাস্কর চৌধুরী।

আজ ৩১ ডিসেম্বর তোমার জন্মদিন। শুধু বলবো ····তুমি এলে এবং জয় করলে অনেকের হ্নদয়। পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা দিয়ে যায় অকাতরে। তুমি অনেকটা সেরকম। ভালো লাগে যখন মুঠোফোন হাতে নিয়ে আমাকে বলো ‘ কেমন আছো বিগ বি ’।

জানি তুমি পারবে। সময়কে হাতের মুঠোয় নিয়ে, জীবনের পাথর সময় যদি পাড় করতে পাড়ো নিজের গুনে তবেই তুমি পারবে। আমার বিশ্বাস জন্মদিনের এই মাহেন্দ্রণে তোমার অবিচল পথচলা তোমাকে আরো সুদৃঢ় করবে। জীবন একটাই ··জীবন মানে যুদ্ধ অথবা তার চেয়ে বেশী কিছু। যুদ্ধে জয় পরাজয় আছে।

আবার আত্নবিশ্বাস থাকলে পরাজয়ের গ্লানি কাউকে স্পর্শ করে না। অনেক বড় হও। আকাশের মতো বিশাল হউক তোমার উদারতা। তোমার জন্মদিনের একদিন পরই নববর্ষ। প্রতি বছর এভাবেই ফিরে ফিরে আসুক তোমার জন্মদিন।

দুটো আনন্দ এক সাথে ঝুটে না অনেকের ভাগ্যে। এটাও একটা চমক। থাক্‌ না তোমার মাঝে অসাধারন অনেক কিছু। শুভ জন্মদিন,শুভ হউক সব আয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।