সুখীমানুষ
সেই দিন ছিলো শ্রাবন মেঘের দিন
বরষিতেছিলো বরষা বিরামহীন।।
আমি তুমি খোলা বিলে বসি ডিঙ্গী নায়
দোহে মুখমুখী অতল মৌন মায়ায়।।
অঝর বারি সনে ছিলো পবন ক্ষীণ।ঐ
দোহে ছাড়া ছিলনা কিছু দোহার মন
নন্দন প্রশান্তি ছিলো দোহার বদনে।।
সিক্ত বদন ছাড়া ছিল সব লীন।ঐ
হাজার বাণীতে তুণিতেছিল অধর
স্তব্ধ ভাষা, আহা সেকি এত মনোহর!!
মৌন প্রেমের ভাষা সেযে নিন্দিত বীণ।ঐ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।