আমাদের কথা খুঁজে নিন

   

যদি প্রেম দিলে না প্রাণে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

যদি প্রেম দিলে না প্রাণে তবে ক্ষণে ক্ষণে কেনো আমার হৃদয় পাগল হেনো তরী সেই সাগরে ভাসায় যাহার কুল সে নাহি জানে ঝটপট কিছু একটা লিখে ফেলতে ইচ্ছে করছে। চশমাটা ভেঙে ফেলেছি হুট করে, মেজাজ খারাপ করে। এখন চোখ জ্বালা করছে। বাহ্‌! দারুন একটা অজুহাত দাঁড় করিয়েছি তো। ব্র্যাভো মৃন্ময়, ইউ আর এ জিনিস!! কেনো বলতে পারি না, খুব কষ্ট যেনো অন্যদের ছুঁয়ে না ফেলে, আমার একান্ত যা ভাবনা তা যেনো লিখে না ফেলি- সেই ভয় মনে জেগে রয়।

উরেব্বাস এতো আরো উত্তম এক অজুহাত। কনগ্র্যাট্‌স ম্যান, ইউ আর টু গুড!! কেনো এরকম করছো হে আমার আমি? তুমি তো জানোই কী ভীষণ মন খারাপ আমার। কতোটা কষ্ট আজ গোধূলি বেলায় আমায় ঘিরে ধরেছে। কতোটা অপমান, অবহেলা সইতে হবে আমায় আর?? যদি প্রেম দিলে না প্রাণে কেনো আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে আকাশটা কতো কাছের জন। এক পলকেই হাজারো গোপন কথা বলে দেয়া যায়।

কতো শত অবহেলার অনল আমার আকাশ জল করে দেয়। সে জলে আমি সাঁতার কাটতে থাকি; হঠাৎ-ই ভুল করে আবার তীরে ওঠি। মরুদ্যানে অরণ্যের খোঁজ করতে থাকি, তপ্ত বালুতেও পায়ে আমার বরফশীতল পরশ। বুঝি মরু আমায় তার একাকীত্বে অনুপ্রবেশকারী বৈ আর কিছু ভাবছে না। ।

কেনো দখিন হাওয়া গোপন কথা জানায় কানে কানে যদি প্রেম দিলে না প্রাণে লোকালয়ে ফিরে আসি আবার। আকাশপানে তাকাই, সূর্যের ঝলমলে অস্তিত্ব। তবুও দখিনা হাওয়া বলে যায়, অব্যক্ত কথা- যা একান্তই আমার। যদি প্রেম দিলে না প্রাণে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।