আমাদের কথা খুঁজে নিন

   

বড় সাহেবের সাধের বড়দিন!



বড়দিনের আগের দিন আমাগো বড় সাহেব হঠাৎ আমারে কইলো - আমি কাইল বড়দিন করুম, আপনে ব্যাবস্থা করেন। আমি ভাবলাম সাহেব আবার কি কইরা দিনরে বড় করবো। (আমার কামই তাই) আমি না বুইঝাই কইলাম - হ স্যার। কোথায় করবেন, কি কইরা করবেন? - আমার বাংলোতেই করুম। এইবার একটু সাহেবি খানা-পিনার ব্যাবস্থা করবেন।

আর সব সাহেবরেই কইবেন তারা যেন তাগো বউ-বাচ্চা লইয়াই আসে। এইবারে আমি বুঝলাম - সাহেব বড়দিনের দিন পিকনিক করবো। আমার এক নম্বর এ্যাসিষ্টান্টরে সব বুঝাইয়া কইলাম। পরদিন হে সক্কাল থেইকাই লাইগা পড়লো। চর্ব্য চোষ্য লেহ্য পেয়'র ব্যাবস্থা ।

বাজারহাট কইরা বাংলোয় সব জড়ো করছে। মায় গ্যাসের চুলা সহ । হঠাৎ আমার এক নম্বর এ্যাসিষ্টান্ট আমারে ফোন কইরা কয় - সাহেব খড়ির চুলায় রান্না করতে কইতাছে । গ্যাসের চুলায় চলবোনা । আবার সন্ধ্যা বেলায় বন-ফায়ার করবো তার জন্যও খড়ি লাগবো।

সাহেবের বাংলোয় খড়ি জ্বালাইতে গেলে বন-বিভাগের পারমিশন লাগবো। আমি কইলাম - তুমি ব্যাবস্থা কইরা ফালাও, আমি বন-বিভাগের সাহেবরে কইয়া পারমিশন লইতাছি। সেই দিন আবার আমাগো রাজ্যর বিরোধী দলের নেতা - বাংলা সিনেমার এক নম্বর অভিনেতা সঙ্গে এক নম্বর অভিনেত্রীর সার্কিট হাউসে রাত্রি যাপনের কথা । আমি সার্কিট হাউসে আমার প্রোটোকল এ্যাসিষ্টান্টরে লইয়া ধোয়া মুছার কাম দেখভাল করতাছিলাম। বিকালবেলায় সাহেবের লগে গিয়া দেখা করতেই ঠিকঠাক ব্যবস্থাপনার জন্য সাহেব আমারে খুব বাহবা দিল।

(ভাগ্যিস আমার এক নম্বর এ্যাসিষ্টান্ট লগে ছিলনা)। সাহেব আমারে কইলো, সন্ধ্যা বেলায় আপনে আমার প্রতিনিধি হইয়া অভিনেতা ও অভিনেত্রীরে রিসিভ কইরা খাতির-যত্ন করবেন। আর কইবেন সাহেব জরুরী কামে ব্যস্ত আছে, কাইল সকালে আপনাগো লগে দেখা করবো। (কাম সারছে) হঠাৎ আমার মাথায় বুদ্ধি কিলিক কইরা গেল । আমি মেমসাহেবরে গিয়া একান্তে কইলাম, আমাগো রাজ্যর এক নম্বর অভিনেতা ও অভিনেত্রীর লগে একসঙ্গে পিকনিক করবার এই সুযোগ হেলায় হাতছাড়া কইরেন না মেমসাহেব, আপনে সাহেবরে কন ।

ব্যাস কেল্লা ফতে । সাহেব সন্ধ্যা থেইকাই সার্কিট হাউসে বইসা রইলো । অভিনেতা ও অভিনেত্রী আসার লগে লগেই সাহেব তাগো প্রস্তাব দেওয়া মাত্রই তারা হেই প্রস্তাব লুইফ্ফা লইলো। মেমসাহেব সারাক্ষণ হাসি হাসি মুখে তাগো লগে লগে লাইগ্গা রইলো । ঝিলিক ঝিলিক ছবি উঠলো ।

হক্কলে তাগো লইয়াই মাইত্যা রইলো । আর আমাগো বড়সাহেব পাত্তাই পাইলনা। আমি সুযোগ পাইয়া ঠিক সময়ে পলাইয়া গেলাম । ক্যান কনতো? কারন 'মনের কথা'-র মেসে আমাগো পিকনিক হইতাছিল, আর আমি না গেলে রান্নাই যে হইবোনা । আমার রান্নার আবার নাম ডাক আছে কিনা ।

(বিশ্বাস হয়না ? 'মনের কথা'-রে জিগান ) পরদিন বড়সাহেব আক্ষেপ কইরা আমারে কয়, কাইল বড়দিনটা মাটি হইয়া গেলগা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।