আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন বেনজির ভুট্টো ! কিন্তু এর দায়বার কার?

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

যেতে নাহি দেবো হায় তবুও চলে যেতে হয় তুবও চলে যায়·.......... ঠিক এই লাইলগুলোর মতই চলে গেলেন পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। আজ আত্মঘাতি হামলায় বেনজির ভুট্টো মারা গেছেন। তিনি পাকিস্তানে প্রবেশ করার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভূগছিলেন। এরপরও পাকিস্তান সরকার তার নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা গ্রহন করেনি। কিন্তু এর দায়বার কার? এএফপির খবরে জানা যায়. পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো দেশটির জঙ্গি অধ্যুষিত উত্তর পশ্চিমালীয় এলাকায় গতকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

ওই এলাকায় যাওয়ার আগে ইসলামাবাদে বেনিজর বলেন, সন্ত্রাসীরা নিরপরাধ মানুষদের নির্দয়ভাবে হত্যা করছে। তারা নারী এবং শিশুদেরও রেহাই দিচ্ছে না। বেনজির বলেন, একনায়কতন্ত্র সবসময় পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জনগণের সাবভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার কথা উলেখ করেন। এদিকে বেনজিরের পেশোয়ার সফর উপলক্ষে ওই এলাকায় আজ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও আত্মঘাতি হামলা থেকে বাঁচানো যায়নি বেনজির ভুট্টোকে।

প্রথমে সমাবেশে বোমা হামলা তারপর গুলি বর্ষন করে হত্যা করা হয় বেনজির ভুট্টোকে। কিন্তু এর দায়বার কার? সেখানে তিনি ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশ করবেন। উলেখ্য, এবছর পাকিস্তানের জঙ্গি গ্রুপগুলো ৪০ দফা বোমা হামলা চালিয়েছে। এতে প্রায় ৭শ’ ৪০ জন নিহত হয়েছে। জঙ্গিগ্রুপগুলো আগামী ৮ জানুয়ারির পার্লামেন্ট নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

Thursday's blast happened at one of the entrance gates to the Liaquat Bagh park in Rawalpindi. PPP spokesman Farahtullah Babar said Ms Bhutto was only some 50 metres away when the bomb exploded, the Associated Press news agency reports. "She had just crossed the gate when we heard a deafening sound." Mr Babar said that Ms Bhutto was safe, but subsequently PPP party members have said that Ms Bhutto was injured in the blast and taken to hospital. Ms Bhutto returned from self-imposed exile in October after years out of Pakistan where she had faced corruption charges. Her return was the result of a power-sharing agreement with President Musharraf in which he granted an amnesty that covered the court cases she was facing. Since her return relations with Mr Musharraf have broken down. On the day of her return she led a motor cavalcade through the city of Karachi. It was hit by a double suicide attack that left some 130 dead. The PPP has the largest support in the country. Earlier on Thursday at least four people were killed ahead of an election rally that Pakistan's former Prime Minister Nawaz Sharif was preparing to attend close to Rawalpindi.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।