আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপের নীল জোনাকি

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

অকারণেই কেন যেন মনটা বিষাদে ভরে গেছে আজ! প্রচন্ড মন খারাপ নিয়ে বসে আছি। সারাটা দিন ব্যস্ত ছিলাম খুব। একেবারে সন্ধ্যা পর্যন্ত। অসম্ভব সুন্দর একটা বিকেল দেখলাম। ব্যস্ততার ফাঁকে ফাঁকে বিকেলটাকে মিলিয়ে সন্ধ্যা হচ্ছিল ধীরে ধীরে।

ততক্ষণ পর্যন্ত মনটা ভালোই ছিল। ভালো ছিল প্রেপে বসার আগ পর্যন্তও। তারপর যেই না আমার ‘কৃষ্ণচূড়া জানালা’টার পাশে বসলাম,অমনি মনটা খারাপ হতে লাগল। প্রথমে ছোট্ট সরিষা দানার মত মন খারাপ। ‘কৃষ্ণচূড়া জানালা’টা খুলতেই আরেকটু বাড়ল।

‘কৃষ্ণচূড়া জানালা’টার ফাঁকে যখন একটু দমকা হাওয়া এসে লাগল গায়ে,‘মন খারাপ’টা বাড়তে লাগল ধীরে ধীরে। তখনও টেনিস বলের সাইজে আসেনি ‘মন খারাপ’টা। কিন্তু আব্দুল্লাহ যখন সেই গল্পটা শোনাল;অবিশ্বাসের গল্প,আশাহতের গল্প,বিশ্বাসঘাতকতার গল্প-তখন আর ধীর হলনা মন খারাপের গতি। গতি বাড়তে লাগল,একে একে সব পেরিয়ে ঊল্কার গতিতে ছুটল মন খারাপ। সেই সাথে পরিবর্তন হল টেনিস বলের সাইজ।

প্রথমে ফুটবল,বাড়তে বাড়তে দাড়াল বিশাল বেলুন,বাড়তে লাগল আরও তাড়াতাড়ি। একসময় পৃথিবী হল গল্পটা, ঘিরে ফেলল পুরো পৃথিবীকে। তবুও বাড়ছে মন খারাপ গল্পটা। বায়ুমন্ডল ছাড়িয়ে গেল,আকাশটাকে ছেয়ে ফেলল মন খারাপ মেঘে। সু র্যকে ছাড়িয়ে সে ছড়িয়ে গেল ছায়াপথে নীহারিকায়।

তার পর মহাবিশ্বতে ছড়িয়ে গেল ব্ল্যাকহোলের চেয়ে ঢের শুন্যতা নিয়ে। মন খারাপ বিষাদ নিয়ে আমিও বসে রইলাম কৃষ্ণচূড়া জানালার পাশে। একসময় প্রেপ শেষ হল। ডাইনিং হলে গেলাম ডিনারে। তবুও সেই মন খারাপের নীল ছায়া।

আমার খাবারে,আমার গ্লাসে। সবকিছুতে মন খারাপ। খেতেও ইচ্ছে হল না আর। বসে রইলাম চুপচাপ। ডিনার শেষ হল,হাউজে ছুটল সবাই।

সেখানেও সেই গল্প,মন খারাপের স্যাঁতস্যাঁতে গন্ধ। সবাই ডিভিডি শো দেখতে গেছে। হাউজে শুধু আমি,আব্দুল্লাহ আর রোহান। পত্রিকা দেখতে গিয়েও ইচ্ছে হল না পড়তে। রুমে ফিরে এলাম।

বসে রইলাম আমার মন খারাপ কষ্ট নিয়ে। চারদিকে কী মন খারাপ! সর্বত্র মন খারাপের নীল গন্ধ। লাল-নীল বিষাদের জোনাকীগুলোও গল্প ছড়িয়ে দিচ্ছে। লাইট নিভিয়ে রুম অন্ধকার করে দিলাম। এখন চারপাশ স্তব্ধ,নিরব,অন্ধকার! সময় কয়টা বাজে তাও জানিনা।

আমার মন খারাপ গল্প আরও বড় হচ্ছে। মহাবিশ্ব আর বিশ্বব্রহ্মান্ডকে ছাড়িয়ে গিয়ে ছড়িয়ে দিচ্ছে নীল বিষাদের মন খারাপ মৃদ্যূ গন্ধ। অপেক্ষা করছি লাইটস’ অফ হওয়ার। অপেক্ষা করছি গভীর নিশিথের। অপেক্ষা করছি রাতের শেষ প্রহরের।

অপেক্ষা করছি নতুন ভোরের লাল সূর্যের। সেই সূর্য এসে নতুন আলোয় ধূয়ে দিয়ে যাবে আমার এই মন খারাপ গল্পকে,ছুয়ে দিয়ে যাবে আমায়,সরিয়ে দিয়ে আমার সকল অবিশ্বাসের তিক্ত ধুসর স্মৃতিকে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।