আমাদের কথা খুঁজে নিন

   

ভোট দিন সুন্দরবন আর কক্সবাজারকে

আমার ব্যক্তিগত ব্লগ

http://www.new7wonders.com/nature আপনি কি সুন্দরবন আর কক্সবাজার দেখেছেন? আপনি কি এরকম বন আর সাগর আরো কোন দেশে দেখেছেন? তাহলে খুব ভালো ভাবেই তুলনা করতে পারবেন এ দুটো জায়গা কত সুন্দর। সুতরাং ভোট তো দিতেই হবে। আমি একটা উদাহরন দেই। মালয়েশিয়ার লংকাউই দ্বীপে আমরা ম্যাপে দেখলাম "ব্ল্যাক স্যান্ড বীচ"। "জানতে চাই" এর আগ্রহে গেলাম দেখতে।

বহু কষ্টে খুজে বের করলাম বীচের এক অংশ কালো বালিতে ঢাকা (প্রথমে ভেবেছিলাম আলকাতরা ঢেলেছে মাঝিরা)। সেটার পাশে বসার জায়গা বানিয়ে মার্কেট করে নাম দিয়ে পর্যটন এলাকা বানিয়ে রেখেছে। কিছুটা হতাশ হয়েছিলাম সন্দেহ নেই। আমি জায়গাটার নাম ভুলে গেছি। সুন্দরবন ঘেষে একটা সুন্দর বীচ আছে যেখানে মাইলের পর মাইল জুরে রয়েছে কালো বালি।

এতো সুন্দর পরিস্কার সেই জায়গাটা (হয়ত বন দিয়ে ঘেরা বলেই)। অথচ আমরা এর খবর জানিনাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।