আমাদের কথা খুঁজে নিন

   

ভোট দিন বাংলাদেশকে নতুন সপ্তম আশ্চর্যের অংশ হওয়ার জন্য

মানুষ মানুষের জন্য

বাংলাদেশের সুন্দরবন এখন ১৪তম এবং Coxsbazar এখন ২৩তম অবস্থানে আছে। আপনার একটা মুল্যবান ভোট এই অবস্থান আরো এগিয়ে নিয়ে আসতে পারবে , এমনকি বাংলাদেশকে সপ্তম আশ্চর্য হওয়ার জন্য সাহায্য করবে। নিচের লিংক পেজটি ব্রাউজ করুন http://www.new7wonders.com/nature তারপর নিচের লেখাটা যেখানে সেখানে click করুন Vote now for your favourite natural monuments and sites on earth! তারপর একটা ম্যাপ আসবে , সেখানে asia র উপর click করুন। তারপর Sundarbans, Forest BANGLADESH/ INDIA লেখাতে click করুন। তারপর Vote now for Sundarbans, Forest লেখাতে click করুন।

এরপর আপনি আপনার email address দিন এবং আপনি আপনার জন্য নির্ধ্ারিত ৭ টি ভোট দিন। প্রথমে সুন্দরবন সেলেক্ট করা থাকবে এবং দ্বিতীয় ভোট থেকে সেলেক্ট করুন asia , Coxsbazar । এরপর যা ইচ্ছা দিয়ে যান। submit করার পর আপনার email address এ একটি email যাবে , email টি খুলে লিংকটাতে click করুন। Success message দেখাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।