মানুষ মানুষের জন্য
বাংলাদেশের সুন্দরবন এখন ১৪তম এবং Coxsbazar এখন ২৩তম অবস্থানে আছে। আপনার একটা মুল্যবান ভোট এই অবস্থান আরো এগিয়ে নিয়ে আসতে পারবে , এমনকি বাংলাদেশকে সপ্তম আশ্চর্য হওয়ার জন্য সাহায্য করবে।
নিচের লিংক পেজটি ব্রাউজ করুন
http://www.new7wonders.com/nature
তারপর নিচের লেখাটা যেখানে সেখানে click করুন
Vote now for your favourite natural
monuments and sites on earth!
তারপর একটা ম্যাপ আসবে , সেখানে asia র উপর click করুন।
তারপর Sundarbans, Forest BANGLADESH/ INDIA লেখাতে click করুন।
তারপর Vote now for Sundarbans, Forest লেখাতে click করুন।
এরপর আপনি আপনার email address দিন এবং আপনি আপনার জন্য নির্ধ্ারিত ৭ টি ভোট দিন। প্রথমে সুন্দরবন সেলেক্ট করা থাকবে এবং দ্বিতীয় ভোট থেকে সেলেক্ট করুন asia , Coxsbazar । এরপর যা ইচ্ছা দিয়ে যান। submit করার পর আপনার email address এ একটি email যাবে , email টি খুলে লিংকটাতে click করুন।
Success message দেখাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।