দিনকে সাজাবো মনের মত করে!!
আজ শুভ বড়দিন। তাই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। স্বভাবতই শুভ বড়দিন কথাটায় অনেকেই প্রশ্ন করে বসেন ''শুভ বড়দিন'' অর্থ কি? অর্থ হচ্ছে মানব ত্রাতা যীশু খ্রীষ্টের জন্ম দিন তাই বড়দিন। সঠিক তথ্য জানা এবং সঠিক ভাবে তা অনেক বলার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান ও অভিজজ্ঞতাই প্রকাশ করে থাকি। বড়দিনে ঘটনাবলী নিয়ে যারা লিখেছেন তাদের তাদের একজন ছিলেন-
ইশ্বরের পরিচালনায় ডা: লুক যিনি লিখেছেন- আমাদের মধ্যে যে সব ঘটনা ঘটেছে তা যাঁরা প্রথম থেকে নিজের চোখে দেখেছেন ও ঈশ্বরের সুখবর প্রচার করেছেন, তাঁরা আমাদের কাছে সব কিছু জানিয়েছেন, আর তাঁদের কথা মতই অনেকেই সেই সব বিষয়গুলো পরপর লিখেছেন।
সেই সব বিষয়ে সম্বন্ধে প্রথম থেকে ভালভাবে খোঁজ খবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমিও ভাল মনে করলাম। এর ফলে আপনি যা জেনেছেন তা সত্যি কি না জানতে পাবেন।
যীশু প্রায় ৩০ বছর অপরিচিতি ছিলেন কিন্তু ৩০ বছর বয়স থেকে মাত্র ৩ বছর তিনি প্রকাশ্যে কাজ করেছেন, শিক্ষা দিয়েছৈন, রোগী সুস্থ করেছেন, মৃতকে জীবন দিয়েছেন ফলে জগতে এমন প্রভাব রেখে গেছেন যা আর কারও পক্ষে কখনও সম্বব নয় এবং ছিলও না। তার শিক্ষা, সেবা ও জীবন যাপনের ধরণ সবই ছিল ভিন্ন প্রকৃতির। এমন ব্যতিক্রমি হওয়ার জন্য তাঁর জন্ম দিনে আমাদের কৃতজ্ঞা জানাই।
সবাইকে বড় দিন ও নববর্ষের উষ্ণ শুভেচ্ছা রইলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।