আমাদের কথা খুঁজে নিন

   

ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আমি খুঁজে বেড়াই আমার মাকে নীল সাগরের তীরে দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে গাঙ শালিকের ভীড়ে ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে।। আমার হয় না কোথাও যাওয়া হৃদয় মাঝে বয় যে শুধু সবুজ শ্যামল হাওয়া আমি উথাল পাথাল তোমার ছোঁয়ায় ঘুমিয়ে পড়ি মাগো তোমায় ঘিরে, ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে।। আধাঁর ঘরের বাতি, ওগো আমার বাংলাদেশ সে আলোতে সাজাবো গো তোমার ছিন্নবেশ মাগো তুমি অলংকার, তুমি আমার অহংকারে স্বনার্লী বাহার আমি কোথায় যাবো তোমায় ছেড়ে রেখো মাগো তোমার অশ্রু নীড়ে, ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে।। ওগো বাংলা মা আমার যতো সুখ তোমার আলিঙ্গনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।