ঈদের আনন্দের ঝর্নার পরে আজ একটি ক্ষমাসুন্দর দিন। অবশ্য আমি ক্ষমাকরার কে? আমি এক ক্ষুদ্র মানুষ। দীনের দীন। অধমের অধম। ও পৃথিবী আমার আত্মগরিমার জন্য আমাকে ক্ষমা কর।
হ্যা আমি ক্ষমা চাইতেতো পারি । নাকি সেটাও আমার আত্মঅহংকার? জানিনা । কিচ্ছু জানিনা। শুধু জানি আজ একটি পৃথিবীর ক্ষমাসুন্দর দিন। আজ নতজানু হওআর দিন।
আজ অপছন্দের সবকিছু সহ্য কে নেবার দিন। হে মানুষেরা ক্ষম হে ক্ষম। আমার সমস্ত অহংকারকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার মনের আলো দিয়ে, তোমার মনের সুধা দিয়ে। হে পৃথিবী তোমার সামনে আজ নতজানু হবার অনুমতি দাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।