আমাদের কথা খুঁজে নিন

   

গুড নিউজ : ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৭ পেল শিশু প্রকাশ

jannat0007@gmail.com

যায়যায়দিনে প্রকাশিত প্রিন্ট মিডিয়া ক্যাটেগরিতে ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৭-এর প্রথম পুরস্কার পেল শিশু বিষয়ক সংবাদ সংস্থা শিশু প্রকাশ। সংবাদপত্র বা সাময়িকীতে প্রকাশিত সংবাদ ভিত্তিক লেখা বিভাগে শিশু প্রকাশের অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়। গণমাধ্যমে শিশুদের জন্য প্রকাশিত ও প্রচারিত ভালো লেখা এবং অনুষ্ঠান তৈরিতে উৎসাহিত করতে ২০০৫ থেকে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া শুরু করে। পুরস্কারের মান ক্রেস্ট, সনদ এবং ৫০ হাজার টাকা। শিশুদের বলতে দাওÑ স্লোগান নিয়ে ২০০৫ সালে ইউনিসেফের সহযোগিতায় ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের উদ্যোগে বাংলাদেশের প্রথম শিশু সংবাদ বিষয়ক সংস্থা শিশু প্রকাশ আত্মপ্রকাশ করে।

দেশের প্রতিটি জেলায় ১০ জন (পাচ ছেলে ও পাচ মেয়ে) করে শিশু সাংবাদিক টিম রয়েছে। এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। প্রতিটি টিমের নেতৃত্বে আছেন একজন করে সিনিয়র সাংবাদিক, যিনি টিম লিডার হিসেবে পরিচিত। মূলত তাদের সযতœ পরিচর্যায় সাংবাদিকতার আলোয় আলোকিত এসব শিশুরা প্রতি দুই মাসে একটি করে শিশু অধিকার বিষয়ক রিপোর্ট করে থাকে। সংশ্লিষ্ট টিম লিডার এ রিপোর্ট স্থানীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করেন এবং এর কপি ঢাকায় শিশু অধিকার ডেস্কে পাঠানো হয়।

শিশু অধিকার ডেস্ক থেকে এগুলো বিভিন্ন জাতীয় সংবাদপত্রে সরবরাহ করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এ বছর জুন পর্যন্ত ৯৩৩ জন শিশু সাংবাদিক তৈরি হয়েছে, ৬৩২টি ইসু রিপোর্ট বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, এর মধ্যে স্থানীয় পত্রিকায় ৪৮৪টি এবং জাতীয় পত্রিকায় ১৩৮টি শিশু অধিকার বিষয়ক রিপোর্ট শিশু সাংবাদিকদের নাম এবং কোনো কোনো পত্রিকায় শিশু প্রকাশের লোগোসহ প্রকাশিত হয়েছে। শিশু প্রকাশ দেশের মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করেছে। আগামী কয়েক বছরের মধ্যে যার সুফল পাওয়া যাবে।

শিশু প্রকাশ কার্যক্রমের প্রভাব মূলত তিনভাবে হচ্ছেÑ প্রথমত ব্যক্তিগতভাবে শিশুরা জীবনে সুদক্ষ হয়ে উঠছে, তারা বিভিন্ন স্থানীয় বা জাতীয় পত্রিকায় কাজ করার সুযোগ পাচ্ছে, পুরস্কার পাচ্ছে, দেশে বিদেশে নানা ট্রেইনিংয়ে অংশগ্রহণ করছে। দ্বিতীয়ত প্রকাশিত রিপোর্টের ফলে সুবিধা বঞ্চিত শিশুরা উপকৃত হচ্ছে, শিশুপার্কসহ নানা স্থাপনা নির্মিত হচ্ছে। তৃতীয়ত সংস্থা হিসেবে শিশু প্রকাশ নানা স্বীকৃতি পাচ্ছে। যেমন সাতক্ষীরাসহ দেশের বেশ কিছু জেলায় শিশু সাংবাদিকরা স্থানীয় পত্রিকায় কাজ শুরু করেছে। ঢাকার শিশু সাংবাদিক তানিম ডেইলি স্টারের রাইজিং পাতায় কাজ পেয়েছে।

গত মার্চ মাসে তিন জন শিশু সাংবাদিক নেপাল ঘুরে এসেছে। আগামী ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু প্রকাশের সাংবাদিক রুইয়া আশরাফ তিশা দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। পাবনার শিশু প্রকাশ টিম ভাষা সৈনিক ও সাংবাদিক মাহবুব খান পদক পেয়েছে। http://www.jaijaidin.com/details.php?nid=45922

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।