আহসান জামান
পশ্চিম আকাশে এখনও কিছুটা আলো
চলো ফিরি; দু'ধারে অযত্নের বুনো লতা, মেঠোপথ
চলো ফিরি সেই শালিকের দেশে, কোকিলের দেশে।
পুকুরের মৃণালে জড়িয়ে পা
কিছুটা সময় ডুব দিয়ে
ভীষণ ভড়কে দিবো আবার কিশোরীর বুক।
চলো ফিরি; সবার অজান্তে চিনে নিবো
পূর্ব পুরুষের কবরের দাগ।
হৈ হৈ মানুষের ভীড়ে খুঁজে নিবো
শনিবারের হাট। সুর মিলবো আবার অই
ডাক নামতার গানে। আশ্চর্য চিহ্নের মতো হা
করে দ্যাখবে সবাই।
চলো ফিরি পান্থশালায়, বিকেলের মাঠে
সেই একা হওয়ার প্রথম অনুভূতি।
এসো জড়ো করি আজ বস তছনছ, জড়োসড়ো
নিঃসঙ্গতার ভীড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।