পরিবর্তনের জন্য লেখালেখি
এক দেখাতে মন উড়ে যায় দুই দেখাতে হুশ
সুরের মাথার গন্ডগোলটা সাবরিনারই দুষ !
তিন দেখাতেই দু'জন ভাবে বাপ, মা এবং ভাই
কি লাভ থেকে নাই যদি আর তাদেরকে জ্বালাই
কি কুক্ষণে তাদের মনে জাগলো প্রেমের মন্ত্র
হঠাৎ বিয়ে ! না রে, "ইয়ে" পুরাই ষড়যন্ত্র !
আজকালকার ছেলে মেয়ে হুট কি করে বিয়ে ?
জানতে বুঝতে বছর পাঁচেক কাটায় নিজকে নিয়ে
এই সুযোগে বাপ মা জমায় ডলার আগে ভাগে
আত্মীয়দের শক কাটিয়ে জুটতে সময় লাগে
এই দু'টা তো অন্যরকম , করলো না আর সবর!
দুই আশিকে বইলো সুখে , মামা -খালার খবর ।
ওরা "বিয়ে করবো " বলেই নিশ্চিন্তে খালাস
অনুষ্ঠানের করতে জোগাড় জেগে উঠলো ডালাস
হিউস্টনে বাজ পড়লো ক্লিভ ল্যান্ডে ঝড়
নিউ ইয়র্কে খালা খালুর বুক করে ধড় ফড় ।
ঢাকাই শাড়ি , বোম্বে চুড়ি , ব্লাউজ বানাবে দিল্লী
টিপ এনেছি জয়পুরী আর গয়না দুবাই , রিয়েল্লী !
শালা খুঁজে শালোয়ার তাই দুলাভাই নেয় কোটি
পাঞ্জাবেরই পাঞ্জাবী চায় সবাই মোটামোটি ।
রাজায় রাজাত লাগলো বিয়ে ,নেটিভ করে ডিউটি
টিকিট ছাড়াই কার্ড পাঠানো এমেরিকান বিউটি !
অফিস টফিস উঠলো মাথায় বাচ্চারা খুব খুশি
এই সুযোগে বাবার পকেট নিচ্ছেরে সব শুষি
ক্রেডিট ফেডিট ধারের ভারে হাব ডুবু খায় মামা
পাঞ্জাবীটা কিনলে কম পড়ে যায় পায়জামা ।
কাউয়া গাবে কাওয়ালী - ইয়ে ইজ্জত কা সাওয়াল
ডলার উড়ে যায় বাতাসে বুঝলো কি আর ছাওয়াল !
টাকার শোকে খালা কান্দে মরিচ বাত্তি লাল ,
জিগাইলে কয় অভ্রেশ নেই, পিয়াজ কলির ঝাল !
এয়ার্পোর্টে কখন কে যায় , মামা ,খালু, ফুপা
সো ফার , তারা শোফার হয়ে ভাবেন জীবন "কুফা" ।
ঘুরবে , ফিরবে জামাইরা সব , খাদ্য খাইবে সুখে
সেই আশাতে "গুড়েই বালি" কইছে রে নিন্দুকে ।
দিন যত যায় বাদ পড়ে হায় নিয়ম নীতি রুচি
আবোল তাবোল শোরগোলে হয় অনুষ্ঠানের সূচি ।
কেউ বা নাচে, কেউ বা গাহে , কেউ বা ধরে তান
রিহার্সেলে সব পারফেক্ট হইলো অনুমান ।
যথাসময় তার ছিড়িলো , বিদ্যুত নেয় ছুটি
খালি গলায় প্রতিভা সব রেকর্ড দিলো টুটি !
নাচে গানে কাব্যভারে ট্যালেন্ট ফাটায় বোমা
সামাল দিতে "ডিনার রেডি" হাঁক দে পড়ে মামা ।
পেট যদি হয় শীতল তবে শিল্প লাগে মিষ্টি
এ কৌঁসলে হয় অবসান সকল অনাসৃষ্টি
অল'স ওয়েল দ্যাট এন্ড ওয়েল তাই সুরের বিয়ে ঠিকই
সবাই করে আনন্দ , আর 'একলা' আমিই লিখি !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।