দু'চোখে আকাশ আর ডানায় আগুন... আরো আরো কতো উড়া বাকি....।
গতকাল দৈনিক আমাদের সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খাঁনের "আমি যদি দলের আমির হতাম" লেখাটি পড়ে খুবই অবাক হলাম। তাঁর মত একজন লেখকের কাছ থেকে এই লেখা আমি আশা করতে পারিনি। আমি জামায়াতে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বিরোধীর সংখ্যা জানিনা। কতজন জামায়াতি রাজাকার ছিল, মুক্তিযুদ্ধা-বুদ্ধিজীবি হত্যা করেছিল তার প্রকৃত সংখ্যা আমার অজানা।
কিন্ত আমি এটা জানি, এই দলের সবাই স্বাধীনতাবিরোধী। যারা আজও মুক্তিযুদ্ধকে বলে গৃহযুদ্ধ! এই দলের প্রতিটা নেতা, সদস্য এমনকি সমর্থক মুক্তিযুদ্ধকে সমর্থন করেনা। আপনি ঐ দলের আমির হলেও এই মনোভাবের পরিবর্তন করতে পারতেননা।
আজকের 'আমাদের সময়' পত্রিকায় আকিদুল ইসলাম সাহেবের লেখাটি পড়ে মনে হল আমার কথাই উনি বলে দি্য়েছেন। গতকান ব্লগে সমস্যা থাকায় যেটা আমি লিখতে পারিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।