আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক, উকিল সবাই মহিলা !!!!!

ভারতের পশ্চিমবঙ্গে আজ এক বিশেষ দ্রুত বিচার আদালত তৈরি হয়েছে – যেখানে শুধুই মহিলাদের ওপরে নির্যাতন সংক্রান্ত মামলাগুলির বিচার হবে৻ দেশের প্রথম এই ধরণের বিশেষ এই মহিলা আদালতে বিচারক, আইনজীবী, কর্মচারী সবাই হবেন মহিলা। ভারতে মহিলাদের ওপরে যৌন নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা এবং দিল্লির সাম্প্রতিক গণ ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে প্রতিটি রাজ্যকেই এধরণের বিশেষ মহিলা আদালত তৈরির উপদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট৻ সেই নির্দেশে অনুসারেই, পশ্চিমবঙ্গে প্রথম এই ধরণের বিশেষ নারী আদালত গঠিত হল। এই আদালতের জন্য দুজন মহিলা বিচারক ও কর্মী ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে৻ সরকারী উকিল হিসাবে মালদা আদালতেরই দুজন মহিলা সরকারী আইনজীবীকে নিয়োগ করা হয়েছে৻ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র বিশেষ আদালত তৈরির জন্য জারী করা আদেশে বলেছেন, মহিলাদের ওপরে অত্যাচারের মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, তার জন্যই এই মহিলা আদালত। বিচারক, আইনজীবী ও কর্মীরাও মহিলা হলে বিচার প্রার্থী নির্যাতিতা মহিলারা সচ্ছন্দ্য বোধ করবেন বলে তাঁর নির্দেশে জানিয়েছেন বিচারপতি মিশ্র৻ অল ইন্ডিয়া বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জীও মনে করেন মহিলা বিচারক ও কর্মীদের সামনে সহজে অত্যাচারের ঘটনা বলতে পারবেন মহিলারা৻ বিশেষ আদালতগুলিতে মহিলা বিচারক নিয়োগের বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী ভারতী মুৎসুদ্দি৻ কারণ, তাঁর কথা, পুরুষ বিচারকদের মধ্যে অনেক সময়েই মহিলাদের ওপরে নির্যাতনের মামলায় সংবেদনশীলতার অভাব থাকে৻ আইনজীবীরা বলছেন, দেশে মহিলাদের ওপরে নির্যাতনের দ্রুত বিচারের জন্য বিশেষ মহিলা আদালত গঠন করতে ভারতের বিচারব্যবস্থা এমনিতেই অনেক দেরী করে ফেলেছে৻ এ নিয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে দিল্লীতে সাম্প্রতিক গণধর্ষণ ও দেশজুড়ে তার প্রতিবাদের পরেই৻

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।