আমাদের কথা খুঁজে নিন

   

উইকি-আড্ডাতে আমন্ত্রণ

জাদুনগরের কড়চা

স্থান - বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অফিস, বিল্ডকম ভবন, হাতিরপুল (ইস্টার্ন প্লাজার অল্প একটু সামনেই, হামদর্দ ভবনের পাশে, ৪তলাতে)। কাল - আজ বিকাল ৫টা (১৫ই ডিসেম্বর, ২০০৭) আজ সন্ধ্যায় বিডিওএসএনের অফিসে অনুষ্ঠিত হবে বাংলা উইকিপিডিয়া বিষয়ক সাপ্তাহিক উইকি-আড্ডা। এতে আগামী মাসের প্রথম দিকে অনুষ্ঠিতব্য উইকি-সম্মেলন, ঢাকা ও অন্যত্র যেসব পুরাকীর্তি, উল্লেখযোগ্য স্থানের ছবি তুলে মুক্ত লাইসেন্সে ইন্টারনেটে যোগ করা হবে, তাদের তালিকা প্রণয়ন, উইকিপিডিয়া সংক্রান্ত প্রশ্নোত্তর - এসব নিয়ে আলোচনা করা হবে। এই উইকি-আড্ডা সবার জন্য উন্মুক্ত। আপনি উইকিপিডিয়াতে যোগ দেন বা না দেন, এখানে চলে আসুন। বাংলা উইকিপিডিয়ার জন্য ২টি তিন মাসের ফেলোশীপ দেয়া হচ্ছে, সেই ব্যাপারে আগ্রহ থাকলেও এখানে চলে আসতে পারেন। (ফেলোশীপের আবেদনের তথ্য রয়েছে এইখানে)। বিস্তারিত ঠিকানা: Bangladesh Open Source Network Room#1, 3rd Floor Free School Street 291 Sonargaon Road (BUILDCOM building) (Adjacent to Hamdard Building, Opposite to Sonar Tori Tower) Dhaka.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।