সুখীমানুষ
চলো দিগন্তে গিয়ে আকাশটাকে ছুঁই
যেখানে নীলাম্বর ছুঁয়েছে ঐ ভূঁই।
যেখানে নদীটার শুরু ঐ পাহাড়ের গায়
বনের শেষে খোলা মাঠের শুরু হয়েছে যেথায়।।
যেখানে পুষ্পভারে গেছে লতা নুই।ঐ
যেখানে অলি কলির খেলা চলে সারা বেলা
যেখানে মেঘে মেঘের ভেলা নীলাকাশে ভাসায় ভেলা।।
যেখানে উদাস পবন বয় নিতুই।ঐ
১২.১.০৬, সাহেবাবাদ, কুমিল্লা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।