আমাদের কথা খুঁজে নিন

   

কবি ও কবিতা দু'জনেই বড় বেহায়া

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

এখন আর সে আমার কবিতা পড়েনা; কবিতার শব্দগুলো বড়ই ঝামেলায় পরিপূর্ণ- অচল হওয়া টেম্পোর মতই প্রতিটি বর্ণ হতে নির্গত হয় ঝাঝালো কাঁলো ধোয়া- যার হতে বাঁচবার জন্য সে এখন সর্বদাই মুখে মাস্ক পরে। এখন আর সে আমার কবিতা পড়েনা; প্রাপ্তি নির্ভরতা আর বৈষয়িকতার চিন্তায় নিমগ্ন মস্তিস্কের কোষে কবিতার শব্দগুলো বড়ই অপাংতেয়- যার হতে বাঁচবার জন সে এখন সর্বদাই শব্দনিয়ন্ত্রিত কক্ষে বাস করে। তবুও প্রতিনিয়ত লেখে যান কবি তবুও প্রতিনিয়ন সৃষ্টি হয় অসংখ্য কবিতার কারণ, কবি ও কবিতা দু'জনেই বড় বেহায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।