আমাদের কথা খুঁজে নিন

   

চলে যায় বসন্তের দিন...

দ্যা ব্লগার অলসো.....

কোনো এক ব্লগার তার ব্লগের শিরোনাম করেছেন এভাবে; ‌‌''কবিতা নয়, তবু কবিতা বলার দুঃসাহস দেখাচ্ছি।'' তার শিরোনামটা আমি আমার এ পোস্টের জন্য ধার নিলাম। অনুমতি ব্যাতিরেকে। ক্ষমা চাচ্ছি তার কাছে। ''কবিতা নয় তবু........'' অবারিত করেছি সকল রুদ্ধ দুয়ার/ হৃদয়কে বানিয়েছি প্রেম মন্দির/ অপেক্ষা, উফ্! একি মৃত্যুর চেয়েও যন্ত্রণাময়?/ দূর বনে পাতা ঝরার শব্দ শুনে চমকে উঠি/ সে কি এলো..../ অপেক্ষায় সময় বয়ে যায়/ সকাল গড়িয়ে বিকেল/ বিকেল পেরিয়ে রাত/ মুয়াজ্জিনের ডাকে ভোরের আহ্বান/ তবে কি আসবেনা সে?/ রাতজাগা দু’চোখে রাজ্যের ক্লান্তি ভর করে/ চোখে তন্দ্রামতো আসে..../ টুটে যায় ম্রিয়মাণ হাজারো ফুলের সুবাসে/ অস্থির দু’ চোখ খুঁজে বেড়ায় তাকে/ দেখি, আমার চৌকাঠে শুকনো গোলাপ/ আর.....আর সবুজ দুটো চূড়ি/ তবে কি...., ফিরে গেছে সে?/ ফিরে গেছে ঋতুরাজ, ফাঁকিবাজ বসন্ত!/ হায়; বসন্তের দিন বুঝি এভাবেই চলে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।