ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
আজ ঢাবি'র আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ছিল।
ফাইনাল হয়েছে আমার আইন বিভাগ আর ভূগোল বিভাগের মধ্যে।খেলায় আমরা মানে আমাদের আইন বিভাগ ২-১ গোলে জিতেছে ভূগোল বিভাগের বিপক্ষে।
মজার ব্যাপার ছিল,আইন আর ভূগোল বিভাগের ক্লাস হয় একই বিল্ডিং-এ।ওরা ক্লাস করে দোতলায় আর আমরা নিচতলায়।খুবই টেনশনে ছিলাম মান-ইজ্জত থাকে কিনা!
খেলার মাঠে স্টুডেন্ট-টিচাররা আমরা সবাই মিলে কি যে আনন্দ করেছি!!!!সবাই যেন এক হয়ে গিয়েছিলাম!আর একেকজন টিচার একেকবার একেকটা জিনিস খাওয়াচ্ছিলেন।
কেউ বাদাম,কেউ পাপড় ভাজা,কেউ চকোলেট আবার কেউ বরই!চেয়ারম্যান ম্যাডাম খাওয়ালেন কফি।
আমরা যে লাফালাফি করলাম!জেতার পর rally করলাম,নাচানাচি করলাম,ট্রফি নিয়ে ক.....ত
আনন্দ হলো!সত্যিই অননননননননেক আনন্দের একটা বিকেল-সন্ধ্যা কাটল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।