মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা। আর কিছুদিন পর শুরু হবে আমাদের ভাষার প্রতি ভালবাসা দেখানো পরবেই তো আগামী মাসতো বাংলা ভাষার মাস ফেব্রুয়ারী আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল কভার সব অ আ তে ভরিয়ে ফেলব।শুধু ফেব্রুয়ারীতে মনে পরে আমাদের ভাষার কথা। আজ আমার এক ফেসবুক ফিমেল ফ্রেন্ড আমাকে চ্যাট বক্স হিন্দিতে উত্তর দিল আর আমি যখন বললাম কি বললেন আমি বুঝি নাই সে আমাকে বলে কি বলেন আপনি হিন্দি বুঝেন না ? আমি আর কি বলব আমি আধা শিক্ষিত একজন মানুষ হিন্দি কি করে বুঝি ? মনে অনেক কষ্ট পাইলাম এই ভেবে যে আমাকে এই কথা জিজ্ঞাস করল সে একজন শিক্ষিত মেয়ে আর সে এবং আমি ২ জনই বাংলাদেশি। কেন তার এই হিন্দি বলা লাগল ??????? বিশেষ করে আমাদের দেশের মেয়েরা সব না যারা একটু নিজেদের বেশি স্মার্ট মনে করে তারা নিজের ভাষায় কথা না বলে হিন্দিতে বলতে পছন্দ করে। কেন সুন্দর বাংলা ভাষায় কথা বললে কি স্মার্ট মনে হয় না ????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।