আমাদের কথা খুঁজে নিন

   

অনুভবে তুমি

:(

অনুভবে তুমি, হাত বাড়ালেই যেন তোমার স্পর্শ পাই। অনুভব করি এক সুতীব্র উষ্ণতা, যা ঘিরে রাখে আমার দেহ-মন এক প্রচন্ড আচ্ছন্নতায়। মোহাবিষ্ট আমি, তোমার মায়ার জালে ক্রমেই হারিয়ে যাচ্ছি নিজের কাছে থেকে, চারিদিকে শুধু শুনতে পাচ্ছি স্বর্গীয় নৃত্যের কলরব। রাত বাড়ছে আর বাড়ছে নৃত্যের উন্মক্ততা; আমি হারিয়ে যাচ্ছি তোমার মাঝে, দুজনার দুটি স্বত্ত্বা যেন আজ কোন বাধন মানছে না। ভাঙ্গাগড়ার খেলায় এ শুভ্র অধর আজ ব্যাকুল; এ যেন হারিয়ে গিয়ে নিজেকে নতুন করে আবার ফিরে পাওয়া। ------------------ রাত ১২.৫৫ ২৬ ডিসেম্বর ২০০৩ ---------------------- তখন নটরডেম কলেজে পড়ি, সেন্ট আপ-২ পরীক্ষার কিছুদিন আগে লিখেছিলাম। মনে হলো সবার সাথে শেয়ার করি, তাই তুলে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।