যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
Failour is the pillar of success
জীবনের শুরু থেকে শুনে আসতে অনেকটা সূর্যোদয়-সূর্যাস্তে মতোই ভেবেছিলাম । তাই জীবনে যখন পরাস্থ হয়েছি, পর্যাদুস্ত হয়েছি কিংবা হেরে গেছি তখনই মেনে নিয়েছি , আমার আরেকটা পিলার সৃষ্টি হলো !! Failour is the pillar of success এমনি ভাবে পিলারে পিলারে ভরে যাচ্ছে জীবনের ময়দান......
আর কিছুদিন গেলে তো আর ময়দানে ফাকা জায়গাই থাকবে না আর তাহলে ব্লিডিং গড়ব কি করে ।
তাহলে??
তবে কি সাফল্য শুধু মরিচীকা, কথার কথা নাকি কথকতা ।
সে যাই হোক জীবনে সাফল্যকে আরো সাফল্যময় করতে হয়তো আমার মতোন অনেকেই পিলার গেথে গেছে । কিন্তু তাদের, আমার কি হবে ??
মানুষের হরেকরকম চাওয়ার বাহার থাকে । কেহ চারটি পিরারে একটি কোনমতে একচালা ঘর করেই খালাস, কেহ করে দোচালা , তেতলা আবার কেহ বাংলাদেশ ব্যাংক কিংবা সি হার্ট । কিন্তু আমি ভেবেছিলাম টুইন টাওয়ার না হো অন্তত সিয়ার্স টাওয়ার তো গড়বই । জীবনের শুরুতেই সিয়ার্স টাওয়ার পড়ে পড়ে কেমন যেন মনে গেথে গেল!! তাই জীবনের শুরু থেকেই শুরু হলো পাইলিং, উচ্চ দালান হবে , চাই শক্ত পিলার ।
তাই যতো বেশী পিলার করা যায় ততো বেশী মজবুত হবে এই আশাতেই ব্যর্থ হয়েছি প্রতিক্ষণ, পদে পদে । যেখানে না ব্যর্থ হবার চান্সও ছিল না সেখানেও জোড় করেই একরকম ব্যর্থ হয়েছি পিলার গাথব বলে । কিন্তু এখন ??
হায় না হলো পিলার গাথা না হলো সফল হওয়, আপনারাই বলুন কি করব তবে ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।