আমাদের কথা খুঁজে নিন

   

বলুনতো...(সহজ ও মজার ধাঁধাঁ)

(",)('.')(,")

১. একটি ৬ ফুট লম্বা রশির মাথায় একটি ছাগল বাঁধা আছে। ছাগলটা থেকে ১৮ ফুট দূরে কিছু কাঠালপাতা রাখা আছে। বলতে হবে ছাগলটা কিভাবে কাঠালপাতা খাবে? ২. বলুনতো আমার কাছে কয়টি ফুল আছে? যদি ২টা বাদে সবগুলোই গোলাপ, ২টা বাদে সবগুলোই জুঁই এবং ২টা বাদে সবগুলোই রজনীগন্ধা হয়। ৩. একটি ট্রেন একটি টানেলে ঠিক ৭ ঘটিকায় প্রবেশ করল। টানেলটির অপর প্রান্ত দিয়ে একি দিনে ঠিক ৭ ঘটিকায় আরেকটি ট্রেন প্রবেশ করল। টানেলটিতে ট্রেন যাওয়ার একটাই লাইন বা পথ আছে। আশেপাশে অথবা উপড়নিচে আর কোন পথ নেই। ট্রেন দুইটি কোন রকম সংঘর্ষ বা দুর্ঘটনা ছাড়াই ঐ টানেল দিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেল। কিভাবে সম্ভব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।