- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কতো পড়ি,
তবুও নিরানব্বই দশমিক নয় নয় ভাগ অপাঠ্য রয়ে যায়
কতো শুনি,
তবুও কতো কথামালাই অশ্রুতপূর্ব বিশেষণ বয়ে বেড়ায়
কতো দেখি,
তবুও প্রায়ই এ-ও বলে উঠে 'ওটা দেখোনি, কী যে বলো না!'
কতো বুঝি,
তবুও নিজের কাছেই নিজে অবোধ্য হয়ে উঠি যখন তখন......
এমন করে চলতে থাকে পড়া শুনা দেখা বুঝার খেলা-
পাঠকের মৃত্যু ঘটে সময়ের স্রোতের খড়কুটর সাথে ভেসে
শ্রোতাও শ্রাব্যতার সীমার বাইরের শব্দ শুনতে শুরু করে
দর্শক দেখতে শুরু করে অদৃশ্য সকল অদেখার পালা।
জানি বুঝদার আমি একদিন বোঝাবুঝির ঊর্ধ্বে চলে যাবো
তাই অম্লানবদনে স্থিরচিত্তে একটি শব্দ বলি ‘বুঝেছি’।
-৮/৯ ডিসেম্বর ২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।